পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 5, 2019, 2:57 PM IST

Updated : Aug 5, 2019, 3:15 PM IST

ETV Bharat / bharat

দেশের সঙ্গে গদ্দারি করেছে কেন্দ্রীয় সরকার : গুলাম নবি আজ়াদ

"ভোটব্যাঙ্কের রাজনীতি করছে BJP ৷ BJP 370, 35(এ) ও (বি) শেষ করে  জম্মু-কাশ্মীরকে ভেঙে দিল ৷ আমরা কোনওদিন ভাবিনি জম্মু-কাশ্মীর এই ভাবে ভাগ হয়ে যাবে ৷ " রাজ্যসভা থেকে বেরিয়ে সংবাদিক বৈঠকে একথা বললেন গুলাম নবি আজ়াদ ৷

গুলাম নবি আজ়াদ

দিল্লি , 5 অগাস্ট : "370 ধারা একসূত্রে বেঁধে রেখেছিল জম্মু ও কাশ্মীরকে ৷ এই ধারা প্রত্যাহার করে জম্মু-কাশ্মীরকে বন্ধনহীন করে দিল কেন্দ্রীয় সরকার৷" রাজ্যসভায় জম্মু-কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল পেশ হওয়ার পর সাংবাদিক বৈঠকে একথা বলেন রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজ়াদ ৷ রাজ্যসভায় এই বিল যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করছিলেন তখনই বিলের বিরোধীতা করেন গুলাম নবি আজ়াদ ৷ তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার সংবিধানকে খুন করল । একই সঙ্গে ভারতের গণতন্ত্রকেও হত্যা করা হল। "

এই সংক্রান্ত আরও পড়ুন :জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার প্রস্তাব কেন্দ্রীয় সরকারের

রাজ্যসভা থেকে বেরিয়ে পি চিদাম্বরমকে সঙ্গে নিয়ে সংবাদিক বৈঠক করেন আজ়াদ ৷ বলেন, "ভোটব্যাঙ্কের রাজনীতি করছে BJP ৷ BJP 370, 35(এ) ও (বি) শেষ করে জম্মু-কাশ্মীরকে ভেঙে দিল ৷ আমরা কোনওদিন ভাবিনি জম্মু-কাশ্মীর এই ভাবে ভাগ হয়ে যাবে ৷ দেশের সঙ্গে গদ্দারি করেছে কেন্দ্রীয় সরকার ৷ সামাজিক, রাজনৈতিকভাবে জম্মু-কাশ্মীরকে শেষ করে দিল ওরা ৷ অস্তিত্বহীন করে দেওয়া হল ৷ জম্মু-কাশ্মীরের মাথা যেন কেটে দিল কেন্দ্র ৷ টুকরো টুকরো করা দেওয়া হল জম্মু-কাশ্মীরকে৷"

এই সংক্রান্ত আরও পড়ুন :সংবিধান ছেঁড়ার চেষ্টা, দুই সাংসদকে রাজ্যসভা থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ চেয়ারম্যানের

BJP-কে হুঁশিয়ারিও দেন এই কংগ্রেস নেতা ৷ বলেন, "সমস্ত সেকুলার দল ও জম্মু-কাশ্মীরের সব ধর্মের মানুষ BJP-র এই বিলের বিরুদ্ধে লড়াই করবে ৷ এর জন্য আমরা সংসদের বাইরেও ধরনায় বসব ৷"

এই সংক্রান্ত আরও পড়ুন : ভারতীয় গণতন্ত্রের কালো দিন, এই সিদ্ধান্ত অসাংবিধানিক ; টুইট মেহবুবার

কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, "এটি সম্পূর্ণ অসাংবিধানিক বিল ৷ আজ ভারতের সংবিধানের ইতিহাসের কালো দিন ৷"

Last Updated : Aug 5, 2019, 3:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details