পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"জয় শ্রীরামের" নামে চলছে গণপিটুনি! প্রধানমন্ত্রীকে চিঠি অঞ্জন-অপর্ণা-মণিরত্নমসহ 49 শিল্পীর - Narendra modi

দেশজুড়ে বেড়ে চলা অসহিষ্ণুতার ঘটনায় এবার সরব হলেন দেশের বিদ্বজ্জনরা ৷ তথ্য পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনুপম রায় থেকে শুরু করে মণিরত্নম, কেতন মেহেতা, শ্যাম বেনেগাল, শুভা মুদগলসহ 49 জন শিল্পী ৷

অপর্ণা সেন, অনুপম রায় ও অঞ্জন দত্ত

By

Published : Jul 24, 2019, 2:10 PM IST

Updated : Jul 24, 2019, 2:49 PM IST

কলকাতা, 24 জুলাই: "জয়শ্রীরাম" ধ্বনির নামে দেশজুড়ে চলছে গণপিটুনির ঘটনা ৷ দেশজুড়ে বেড়ে চলা অসহিষ্ণুতার ঘটনায় এবার সরব হলেন দেশের বিদ্বজ্জনরা ৷ তথ্য পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনুপম রায় থেকে শুরু করে মণিরত্নম, কেতন মেহেতা, শ্যাম বেনেগাল, শুভা মুদগলসহ 49 জন শিল্পী ৷

চিঠিতে বিদ্বজ্জনরা লেখেন, "জয়শ্রীরাম" ধ্বনি এখন যুদ্ধের কান্নায় পরিণত হয়েছে ৷ যা আইন-শৃঙ্খলার সমস্যা তৈরি করছে ৷ এই ধ্বনি তুলে বহু গণপিটুনির ঘটনা ঘটছে ৷ ধর্মের নামে এমন ঘটনা ঘটছে দেখে আশ্চর্য লাগছে ৷ এটা মধ্যযুগ নয়! অনেকেই এখন রামের নাম শুনে ভয় পাচ্ছেন ৷ এটা বন্ধ করা হোক।"

মোট পাঁচ পাতার চিঠিতে অপর্ণা সেনরা লেখেন, " আপনি সংসদে গণপিটুনির সমালোচনা করছেন ৷ কিন্তু সেটা উপযুক্ত নয় ৷ এই ঘটনা যারা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? দোষীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন ৷ যদি খুনের ক্ষেত্রে প্যারোলবিহীন যাবজ্জীবন সাজা হয়, তবে গণপিটুনির ক্ষেত্রে কেন হবে না? নিজের দেশে কেউ ভয় নিয়ে বাঁচতে পারে না ৷ "

এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন বুদ্ধিজীবীরা

প্রধানমন্ত্রীকে আজ 49 জন বুদ্ধিজীবী ন্যাশনাল বিওরো অফ ক্রাইম রেকর্ডস (NCRB)-র তথ্য ( এই তথ্যের সত্যতা যাচাই করেনি ETV ভারত) দিয়ে জানান, 2009-র জানুয়ারি থেকে 2018-র 29 অক্টোবরের মধ্যে 254টি ধর্মভিত্তিক হিংসার ঘটনা ঘটেছে ৷ যাতে 91 মানুষ মারা গেছেন ৷ 579 জন গুরুতর আহত হয়েছেন ৷ সেইসঙ্গে চিঠিতে বুদ্ধিজীবীরা লেখেন, "সরকারি দলের সমালোচনা মানেই দেশের সমালোচনা নয় ৷ সরকারের সমালোচনা মানে কেউ দেশবিরোধী নন ৷ গণতন্ত্রে আলোচনার সুষ্ঠু পরিবেশ প্রয়োজন ৷ " অর্পণা সেন জানান, " শুধু বাংলা নয়, গোটা ভারতের সুশীল সমাজের প্রতিনিধিরা এই চিঠি লিখেছেন ৷ সত্যিই অসহিষ্ণুতা নিয়ে এখন ভাবার সময় এসেছে ৷ "

Last Updated : Jul 24, 2019, 2:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details