পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

2 বছর পর বাড়ি ফিরল নিখোঁজ যুবক, ETV ভারতকে ধন্যবাদ পরিবারের - boy

স্মৃতি হারিয়ে হায়দরাবাদের পথে পথে ঘুরছিল বছর আঠারোর নেত্রানন্দ । পরে মাতৃদেব আনন্দ আশ্রমে আশ্রয় নেওয়ার পর সুস্থ হয়ে ওঠে । স্মৃতি ফিরতেই নিজের বাড়িতে ফিরতে চায় নেত্রানন্দ ।

গ্রামের বাড়িতে মায়ের সঙ্গে নেত্রানন্দ

By

Published : Jun 27, 2019, 12:49 PM IST

Updated : Jun 27, 2019, 12:57 PM IST

কালাহান্ডি, 27 জুন : ঘরে ফিরল নিখোঁজ ছেলে । প্রায় দু'বছর পর ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবার । আনন্দিত ওড়িশার মথুরাপুর গ্রাম । আর ছেলেকে ফিরে পেতে সাহায্যের জন্য ETV ভারতকে ধন্যবাদ জানাল নেত্রানন্দের পরিবার ও গ্রামবাসীরা ।

কালাহান্ডি জেলার মথুরাপুর গ্রামের কোটা পরিবারের সদস্য তিনজন । মা ও তার দুই ছেলেমেয়ে । বছর আঠারোর নেত্রানন্দ কোটা পারিবারের আর্থিক স্থিতির চাপে মাঝপথেই বন্ধ করে নিজের পড়াশোনা । পরিবারের হাল ধরতে একটি দোকানে কাজ শুরু করে । কিন্তু মানসিক চাপে ধীরে ধীরে নিজের মানসিক ভারসাম্য হারাতে শুরু করে । উপার্জনের আশায় একদিন হঠাৎ বেরিয়ে পড়ে ঘর ছেড়ে । গন্তব্য অজানা । বিভিন্ন জায়গা ঘুরে এসে পৌঁছায় হায়দরাবাদে । ততদিনে নিজের মানসিক স্থিতি হারিয়েছে কিশোর নেত্রানন্দ । ঠাঁই নেয় হায়দরাবাদের বানজারা হিলসের TDP অফিসের ফুটপাথে । সেখান থেকে তাকে মাতৃদেব আনন্দ আশ্রমে পাঠায় স্থানীয়রা । আশ্রমে মাস চারেক থাকার পর ধীরে ধীরে আশ্রমিকদের সেবায় সুস্থ হয়ে ওঠে নেত্রানন্দ ।

ভিডিয়োয় দেখুন

নেত্রানন্দ নিজের মানসিক স্থিতি ফিরে পাওয়ার পর আশ্রমের আবাসিকদের নিজের বাড়ি ও পরিবারের কথা জানায়। তারাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে খোঁজ পায় ওড়িশার কালাহান্ডি জেলার মথুরাপুর গ্রামে । প্রায় দুবছর পর ছেলের খবর পেয়ে মা তির কোটা খবর দেয় ETV ভারতকে । এরপর ETV ভারতের তৎপরতায় ও জেলা পুলিশের সাহায্যে নিজের বাড়িতে ফেরে নেত্রানন্দ । ছেলেকে ফিরে পেয়ে খুশি মা তির কোটা । তিনি ETV ভারতের প্রতিনিধিকে বলেন, আর্থিক অভাবের কারণে ছেলের পড়াশোনা সম্পূর্ণ হয়নি । মাথার উপর আশ্রয়টুকু ছাড়া সংসারের সম্বল কিছু নেই । সরকার বা প্রশাসন যদি জমি ও আর্থিক সাহায্যের আশ্বাস দেয় তবে ছেলেমেয়েকে নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন ।

আরও পড়ুন : ঝাড়খণ্ডে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আমি ব্যথিত : মোদি

আর বাড়ি ফিরে খুশি নেত্রানন্দের বক্তব্য, "এবার নিজের পড়াশোনা সম্পূর্ণ করতে চাই ।"

Last Updated : Jun 27, 2019, 12:57 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details