পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

11 ও 13 জুলাই ফলপ্রকাশের খবর ভুয়ো, জানাল CBSE - CBSE বোর্ড

ফলপ্রকাশ করছে না CBSE ৷ আজ ফলপ্রকাশের বিষয়ে ছড়ানো খবরটি ভুয়ো ৷ বিকেলে বিজ্ঞপ্তি জারি করে স্পষ্টভাবে জানিয়ে দিল বোর্ড ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Jul 9, 2020, 8:01 PM IST

দিল্লি, 9 জুলাই : 11, 13 জুলাই ফলপ্রকাশ হবে না ৷ ফলপ্রকাশের যে খবরটি ছড়িয়ে ছিল তা ভুয়ো ৷ ফলপ্রকাশের খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই বিজ্ঞপ্তি জারি করে তা স্পষ্টভাবে জানিয়ে দিল CBSE ৷

CBSE-র তরফে বলা হয়, "দশম ও দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশের বিষয়ে বোর্ড সম্পর্কে একটি ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে ৷ স্পষ্ট করে জানানো হচ্ছে যে, বোর্ড ফলপ্রকাশের কোনও তারিখ ঘোষণা করেনি ৷ জনসাধারণকে এটি পরামর্শ দেওয়া হচ্ছে যে, ফলপ্রকাশের ঘোষণা CBSE-র নিজস্ব ওয়েবসাইট বা সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ঘোষণা করা হবে ৷"

আজ বেলার দিকে সংবাদ সংস্থা ANI-র তরফে CBSE-র ফল প্রকাশের খবর সামনে হয় ৷ তাতে লেখা ছিল, প্রচুর চাহিদা ও ছাত্রছাত্রীদের দেশ-বিদেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের কথা ভেবে যত তাড়াতাড়ি সম্ভব দশম ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড ৷ 11 জুলাই বিকেল চারটের সময় দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করা হবে ৷ পাশাপাশি, 13 জুলাই বিকেল চারটেয় প্রকাশ করা হবে দশম শ্রেণির ফল ৷ সঙ্গে কোন কোন ওয়েবসাইট থেকে ফল জানা যাবে তাও উল্লেখ করা হয় সেই বিজ্ঞপ্তিতে ৷

কিন্তু, পরে CBSE-র তরফে খবরটি ভুয়ো বলে একটি বিজ্ঞপ্তি জারি করা হলে সংবাদ সংস্থা ANI-ও তা প্রকাশ করে ৷

ABOUT THE AUTHOR

...view details