পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিহার থেকে কলকাতা আসার পথে ওলটাল বাস, আহত 35 - নালন্দায় বাস দুর্ঘটনা

Road accident in bihar
বাস দুর্ঘটনার ছবি

By

Published : Sep 6, 2020, 5:52 PM IST

Updated : Sep 6, 2020, 9:33 PM IST

17:41 September 06

বিহার শরিফ থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনা । ডিভাইডারে ধাক্কা লেগে উলটে গেল বাস ।

প্রায় 15 ফুট গভীর খাদে পড়ে যায় বাস

নালন্দা, 6 সেপ্টেম্বর : বিহার শরিফ থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনা । ডিভাইডারে ধাক্কা লেগে উলটে গেল বাস । দুর্ঘটনায় কমপক্ষে 35 জন আহত হওয়ার আশঙ্কা । বাসে অন্তত 50 থেকে 70 জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে । দীপনগর থানা এলাকায় 20 নম্বর জাতীয় সড়কের উপর ঘটে দুর্ঘটনাটি ।

বাসটি বিহার শরিফ থেকে কলকাতার দিকে আসছিল । মহানন্দপুর গ্রামের কাছে 20 নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে । গতি বেশি থাকার কারণে উলটে যায় বাসটি । প্রায় 15 ফুট গভীর খাদে চলে যায় বাস । শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনায় কমপক্ষে 35 জন আহত হয়েছে ।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে যায় দীপনগর থানার পুলিশ । আহতদের উদ্ধার করে নিকটবর্তী  হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । 

Last Updated : Sep 6, 2020, 9:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details