পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সিমলায় খাদে স্কুলবাস, দুই পড়ুয়া সহ মৃত 3 - himachal pradesh

স্কুলবাস খাদে পড়ে মৃত্যু হল তিনজনের । মৃতদের মধ্যে দুইজন ছাত্র ।

চলছে উদ্ধারকাজ

By

Published : Jul 1, 2019, 10:49 AM IST

Updated : Jul 1, 2019, 12:20 PM IST

সিমলা, 1 জুলাই: স্কুলবাস খাদে পড়ে মৃত্যু হল তিনজনের । মৃতদের মধ্যে দুইজন ছাত্র । হিমাচলপ্রদেশের সিমলার লোয়ার খালিনিতে আজ সকালে দুর্ঘটনাটি ঘটে ।

আজ সকালে ছাত্রদের নিয়ে স্কুল যাওয়ার পথে বাসটি লোয়ার খালিনির কাছে খাদে পড়ে যায় । ঘটনাস্থানেই মৃত্যু হয় বাসচালকের । আশঙ্কাজনক অবস্থায় সাত ছাত্রকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় । সেখানে দুই ছাত্রের মৃত্যু হয় ।

খবর পেয়ে দুর্ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী । পুলিশের সঙ্গে স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগান । হাসপাতালে চিকিৎসাধীন 5 ছাত্র ও বাসের খালাসি । হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক ।

Last Updated : Jul 1, 2019, 12:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details