দিল্লি, 27 অক্টোবর : নির্বাচনের আগে ভোটারদের কাছে নতুন বিহার গড়ার আবেদন জানালেন সোনিয়া গান্ধি । আজ একটি ভিডিয়ো বার্তায় ভোটারদের কাছে পরিবর্তনের আবেদন জানান তিনি । বলেন, JDU-BJP সরকার তাদের পথ থেকে বিচ্যুত হয়েছে । ক্ষমতা ও অহংকারই তাদের শেষ করে দিয়েছে ।
চার-পাঁচ মিনিটের একটি ভিডিয়ো বার্তা দেন সোনিয়া গান্ধি । সেখানে বিহারের বর্তমান সরকারকে আক্রমণ করে বলেন, "এই সরকার ভালো কথা বলছে না । ভালো কাজ করছে না । শ্রমিকরা অসহায় । কৃষকরা হতাশ । এবং যুব সম্প্রদায়ও হতাশ । অর্থনৈতিক দূরবস্থার জন্য ভোগান্তিতে সাধারণ মানুষ । "