পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"নতুন বিহার গড়ুন", প্রথম দফার ভোটের আগে বার্তা সোনিয়ার - বিহারে প্রথম দফায় ভোট

আগামীকাল বিহারে প্রথম দফায় ভোট । তার আগে ভিডিয়োয় বার্তা দিলেন সোনিয়া গান্ধি ।

sonia gandhi
সোনিয়া গান্ধি

By

Published : Oct 27, 2020, 5:01 PM IST

দিল্লি, 27 অক্টোবর : নির্বাচনের আগে ভোটারদের কাছে নতুন বিহার গড়ার আবেদন জানালেন সোনিয়া গান্ধি । আজ একটি ভিডিয়ো বার্তায় ভোটারদের কাছে পরিবর্তনের আবেদন জানান তিনি । বলেন, JDU-BJP সরকার তাদের পথ থেকে বিচ্যুত হয়েছে । ক্ষমতা ও অহংকারই তাদের শেষ করে দিয়েছে ।

চার-পাঁচ মিনিটের একটি ভিডিয়ো বার্তা দেন সোনিয়া গান্ধি । সেখানে বিহারের বর্তমান সরকারকে আক্রমণ করে বলেন, "এই সরকার ভালো কথা বলছে না । ভালো কাজ করছে না । শ্রমিকরা অসহায় । কৃষকরা হতাশ । এবং যুব সম্প্রদায়ও হতাশ । অর্থনৈতিক দূরবস্থার জন্য ভোগান্তিতে সাধারণ মানুষ । "

দেশের কৃষকরা গভীর সংকটে রয়েছে । দলিতদের জীবন শেষ হয়ে গিয়েছে । একইভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষেরও অবস্থা একইরকম বলে অভিযোগ করেন তিনি । বিহারের মানুষ কংগ্রেসের সঙ্গে রয়েছে বলে মন্তব্য করেন তিনি ।

তাঁর অভিযোগ, কেন্দ্র ও বিহার সরকার নোটবন্দী এনেছে । লকডাউনের কারণে কর্মসংস্থান কমেছে । তাই "নতুন বিহার" গড়ার আবেদন জানান তিনি ।

আগামীকাল বিহারে প্রথম দফায় ভোট । ছ'টি জেলার 71টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে ।

ABOUT THE AUTHOR

...view details