পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারত বায়োটেকের সঙ্গে মউ স্বাক্ষর ব্রাজ়িলের সংস্থার, 50 লাখ ডোজ় কেনার চুক্তি

ব্রাজ়িলের স্বাস্থ্য নিয়ামক সংস্থা এখনও পর্যন্ত কোনও ভ্যাকসিনকে ব্যবহারের জন্য অনুমোদন দেয়নি । সেই কারণে মউ স্বাক্ষর হলেও চূড়ান্ত চুক্তি হতে এখনও দেরি রয়েছে ।

Covaxin
প্রতীকী ছবি

By

Published : Jan 4, 2021, 3:40 PM IST

দিল্লি, 4 জানুয়ারি : কোভ্যাকসিনের জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য গতকালই ভারত বায়োটেককে সবুজ সংকেত দিয়েছেন ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া । ভারত বায়োটেকের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ এল্লা জানিয়েছেন, তাঁদের লক্ষ্য সব দেশকে কোভ্যাকসিন সরবরাহ করা । এরই মাঝে ব্রাজ়িলের বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলির একটি সংগঠন ভারত বায়োটেকের থেকে টিকা কেনার ইচ্ছাপ্রকাশ করেছে । কোভ্যাকসিনের পাঁচ মিলিয়ন ডোজ় কেনার বিষয়ে ভারত বায়োটেকের সঙ্গে তাদের কথাবার্তাও হয়েছে বলে জানা গেছে ।

ব্রাজ়িলিয়ান অ্যাসোসিয়েশন অফ ভ্যাকসিন ক্লিনিকস ইতিমধ্যেই একটি মউ স্বাক্ষর করেছে ভারত বায়োটেকের সঙ্গে । ব্রাজ়িলের ওই সংস্থার ওয়েবসাইটে সেই সংক্রান্ত তথ্যও আপলোড করা হয়েছে । তবে চূড়ান্ত চুক্তি হওয়া এখনও বাকি । ব্রাজ়িলের স্বাস্থ্য নিয়ামক সংস্থা অ্যানভিসা এখনও পর্যন্ত কোনও কোরোনার প্রতিষেধক ব্যবহারের জন্য ছাড়পত্র দেয়নি ।

এদিকে ভারত বায়োটেকের তৈরি প্রতিষেধক কোভ্যাকসিন 12 বছরের ঊর্ধ্বে যে কারও উপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা যাবে । এই মূহূর্তে কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে ।

আরও পড়ুন : ভারত বায়োটেকের টিকায় অনুমোদন ডিসিজিআই-এর

গতকালই পুনের সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও হায়দরাবাদের ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে । ড্রাগস কন্ট্রোলসার জেনেরাল অফ ইন্ডিয়া ভি জি সোমানি জানিয়েছিলেন, "কোথাও যদি এতটুকুও সংশয়ের জায়গা থাকত কোনও কিছুর ব্যবহার নিয়ে, তবে আমরা কোনওদিনই অনুমোদন দিতাম না । এই ভ্যাকসিনগুলি ব্যবহারের জন্য 100 শতাংশ নিরাপদ ।"

কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় নভেম্বরের মাঝামাঝি সময়ে । গোটা দেশ মিলিয়ে 26 হাজার স্বেচ্ছাসেবীর উপর পরীক্ষামূলক প্রয়োগ করার লক্ষ্য ছিল ।

ABOUT THE AUTHOR

...view details