বিধাননগর, 6 জুলাই : হায়দরাবাদ থেকে কলকাতাগামী বিমানে বোমাতঙ্ক ছড়াল । আজ সকাল 7টা 45 মিনিটে গো-এয়ার সংস্থার হায়দরাবাদ থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল । বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে পাইলট জানান, বিমানের এক যাত্রী বোমাতঙ্ক ছড়িয়েছেন । এরপর কলকাতা বিমানবন্দরে অবতরণের পরে ঋষভ চৌধুরি নামে ওই যাত্রীকে আটক করে CISF । তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
অন্যদিকে, একই অভিযোগে হায়দরাবাদ বিমানবন্দরে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। বিমানে তল্লাশি চালিয়ে কিছুই মেলেনি। প্রায় এক ঘন্টার বিলম্বে পরে বিমানটি তার গন্তব্যে পৌঁছায় ।
বিমানবন্দর সূত্রের খবর, হায়দরাবাদ থেকে আজ সকালে কলকাতায় আসেন ঋষভ চৌধুরি নামে বছর তিরিশের ওই যুবক । হায়দরাবাদ বিমানবন্দরে তিনি সহযাত্রীদের সঙ্গে বিমানে বোমা রয়েছে এই জাতীয় আলোচনা করছিলেন । সেই আলোচনা শুনে হায়দরাবাদের অপর এক বিমানযাত্রী CISF-এর কাছে যান । ওই যাত্রী অভিযোগ করেন, এদিন সকালের হায়দরাবাদ থেকে চেন্নাইগামী গো-এয়ারের বিমানে বিস্ফোরক মজুত রয়েছে । এর পরেই ওই বিমানে তল্লাশি চালানো হয় । তন্ন তন্ন করে খুঁজেও কিছু না মেলায় ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয় । বোমাতঙ্কের খবর কোন সূত্রে পেলেন তা জানতে চাওয়ায় তিনি ঋষভের কথা বলেন ।