পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"বোরো চুক্তি ঐতিহাসিক", স্বাক্ষরের পর মন্তব্য অমিত শাহের

বোরোল্যান্ড ইশুতে NDFB-এর জঙ্গি কার্যকলাপের জেরে অসমে গত কয়েক দশকে কম রক্ত ঝরেনি ৷ আজকের এই চুক্তির ফলে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাতে দাঁড়ি পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ এই চুক্তিতে বোরোল্যান্ডের অখণ্ডতা অক্ষুণ্ণ রাখার আশ্বাস দেওয়া হয়েছে ৷ এছাড়াও বোরো এলাকার বাসিন্দাদের উন্নয়নের জন্য 1500 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ।

ami shah
অমিত শাহ

By

Published : Jan 27, 2020, 8:05 PM IST

দিল্লি, 27 জানুয়ারি: ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ডের (NDFB) সঙ্গে সোমবার চুক্তি স্বাক্ষর করল কেন্দ্রীয় সরকার ৷ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড অসমের একটি জঙ্গি সংগঠন ৷ NDFB জানিয়েছে, চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী তারা নিজেদের জঙ্গি কার্যকলাপ থেকে সরিয়ে নিয়েছে ৷ তবে তারা এখনও অস্ত্র সমর্পণ করেনি ৷

বোরোল্যান্ড ইশুতে NDFB-এর জঙ্গি কার্যকলাপের জেরে অসমে গত কয়েক দশকে কম রক্ত ঝরেনি ৷ আজকের এই চুক্তির ফলে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাতে দাঁড়ি পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ এই চুক্তিতে বোরোল্যান্ডের অখণ্ডতা অক্ষুণ্ণ রাখার আশ্বাস দেওয়া হয়েছে ৷ এছাড়াও বোরো এলাকার বাসিন্দাদের উন্নয়নের জন্য 1500 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, "আজ একটি ঐতিহাসিক চুক্তি সাক্ষরিত হল ৷ এই চুক্তির ফলে অসমের পাশাপাশি বোরো অধ্যুষিত এলাকার উন্নতি হবে ৷"

ত্রিপাক্ষিক এই চুক্তি স্বাক্ষরিত হয় অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল, NDFB-এর চারটি গোষ্ঠীর শীর্ষ নেতৃত্বের ও কেন্দ্রের মধ্যে ৷ সূত্রের খবর, যারা বোরো আন্দোলনে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন তাঁদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিচার করা হবে বলে আশ্বাস মিলেছে এই চুক্তিতে ৷ অমিত শাহ জানান, 30 জানুয়ারির মধ্যে 1500 জন জঙ্গি আত্মসমর্পণ করবে বলে আশা করা হচ্ছে ৷ যাদের অপরাধের কোনও রেকর্ড নেই তাদের প্যারামিলিটারি ফোর্সের অন্তর্ভুক্ত করা হবে ৷ বোরো আন্দোলনের সময় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷

চুক্তি অনুসারে BTAD-র নতুন নামকরণ হবে বোরোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন ৷ এছাড়াও বোরোল্যান্ডের পাহাড়ি অঞ্চলে বসবাসকারী উপজাতিদের বোরো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হবে ৷ দেবনাগরী লিপিতে বোরো ভাষা অসমের সহযোগী সরকারি ভাষার মর্যাদা পাবে ৷ 3 বছরের মধ্যে বোরো এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকার 250 কোটি টাকা দেবে ৷ কেন্দ্র দেবে 1500 কোটি টাকা । অমিত শাহ বলেন, "চুক্তির বাস্তবায়ন করতে আমরা সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে ৷ "

ABOUT THE AUTHOR

...view details