দিল্লি, 27জুলাই : কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে দলীয় কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ তুলে ধরতে ই-বুক তৈরি করবে BJP । প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও কাজের খতিয়ান থাকবে এই ই-বুকে।
মণ্ডলের প্রধান থেকে শুরু করে জাতীয় স্তরে বিভিন্ন পর্যায়ে দলীয় কর্মীদের কাজের সম্পূর্ণ নথি দিয়ে এই ই-বুক তৈরি করা হবে। "মোদি আহার" থেকে "মোদি কিট" এবং দলীয় পতাকা যুক্ত মাস্ক ও স্যানিটাইজ়ার বিতরণের মতো বিভিন্ন উদ্যোগ ই-বুকে তুলে ধরা হবে । প্যানডেমিকে সেবাকার্যের সঙ্গে যুক্ত যে সকল ব্যক্তি প্রাণ হারিয়েছেন, তাঁদেরও উল্লেখ থাকবে ই-বুকে । পিএম কেয়ার ফান্ড এবং বিভিন্ন সংস্থার তরফে দলের ত্রাণ কর্মসূচিতে যে সাহায্য করা হয়েছে তারও উল্লেখ থাকবে ।
দলের এক প্রবীণ নেতা জানান, "ত্রাণকার্যের পাশাপাশি কীভাবে 6 এপ্রিল দলের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে এবং 14 এপ্রিল আম্বেদকরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনে কী কী করা হয়েছে তাও তুলে ধরা হবে এই ই-বুকে। " আর এক নেতা বলেন, মূলত দুটি ফরম্যাটে ই-বুকগুলি প্রকাশ করা হবে। একটি ফরম্যাটে বিভিন্ন ভিডিয়োর ইউটিউব লিংকগুলি এমবেড করা থাকবে । অপর ফরম্যাটটি লিংক সহ PDF ফাইল হিসেবে প্রকাশিত করা হবে ।