পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গোয়ায় আস্থা ভোটে জয়ী BJP

২০টি ভোট পেয়ে গোয়ায় আস্থা ভোটে জয়ী BJP।

ছবি সৌজন্যে ANI

By

Published : Mar 20, 2019, 1:20 PM IST

Updated : Mar 20, 2019, 2:38 PM IST

পানাজি, ২০ মার্চ : গোয়ায় আস্থা ভোটে জয়ী BJP। ৩৬ বিধায়কের মধ্যে ২০ জনই প্রমোদ সাওয়ান্তের পক্ষে ভোট দেন। কংগ্রেসের পক্ষে ১৫টি ভোট পড়েছে।

গোয়া বিধানসভায় আসন সংখ্যা মোট ৪০। তারমধ্যে দু'জন কংগ্রেস বিধায়কের দলত্যাগ ও বাকি দু'জনের মৃত্যুর কারণে সংখ্যাটি এসে দাঁড়িয়েছে ৩৬-এ। এই ৩৬ জনের মধ্যে ১৪ জন কংগ্রেসের। তবে, আজ আস্থা ভোটের পর দেখা যায় ১৫টি ভোট পেয়েছে কংগ্রেস। BJP পায় ২০টি ভোট। যার ফলে সংখ্যাগরিষ্ঠতায় আস্থা ভোটে জেতে BJP।

জোট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন মনোহর পর্রিকর। জোট সঙ্গীরাও তাঁকেই চাইত। তিনি মারা যাওয়ার পর পরিস্থিতি কিছুটা অন্যরকম হয়। তাঁর মৃত্যুর পরই রাজ্যপালকে চিঠি দিয়ে কংগ্রেস দাবি করে তারা সংখ্যাগরিষ্ঠ। তাই তাদের সরকার গড়তে দেওয়া হোক। কিন্তু, রাতবিরেতে মুখ্যমন্ত্রী হিসেবে প্রমোদের নাম ঘোষণা হয়। রাত ২টোয় শপথ নেন তিনি। অন্যদিকে, বাধ্য হয়ে MGP বিধায়ক সুধীন ধাবালিকর ও GFP-র বিধায়ক বিজয় সারদেশাইকে উপ-মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়।

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে উপ-মুখ্যমন্ত্রী বিজয় সারদেশাই বলেন, "আমরা গোয়ার ক্ষমতায় ছিলাম তাই আমরাই আবার নতুনভাবে সরকার গড়তে চেয়েছি। তবে আমি বলব এটা একটা নতুন শুরু। পর্রিকর আধুনিক গোয়ার একপ্রকার রূপকার ছিলেন। গোয়াকে এখন যেমন দেখছেন গোয়া তেমন ছিল না। তাঁর হাত ধরেই গোয়ায় উন্নয়ন হয়।"

Last Updated : Mar 20, 2019, 2:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details