শ্রীনগর, 5 মে : অনন্তনাগে খুন BJP নেতা গুল মহম্মদ মির । গতকাল সন্ধ্যায় নওগাঁর বাড়িতে ঢুকে তাঁকে গুলি মেরে হত্যা করে জঙ্গিরা । পুলিশ জানিয়েছে, মিরের বুক ও তলপেটে গুলি লাগে । তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।
অনন্তনাগে জঙ্গিদের গুলিতে খুন BJP নেতা - Anantanag encounter
অনন্তনাগে খুন BJP নেতা গুল মহম্মদ মির । ঘটনায় শোকপ্রকাশ করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ।
গুল মহম্মদ মির
মিরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা । তাঁর টুইট, "এই ঘটনার নিন্দা করছি । মির আমার পরিচিত ছিলেন । ওঁর আত্মার শান্তি কামনা করি ।"
মির 2008 ও 2014 বিধানসভা নির্বাচনে দোরু আসন থেকে লড়াই করেছিলেন । দু'বারই তিনি পরাজিত হন ।