পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উপনির্বাচনে জয়জয়কার BJP-র, সংখ্যাগরিষ্ঠতা পেরোল ইয়েদুরাপ্পা সরকার - BJP

224 আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার 113 টি আসন ৷ উপনির্বাচনের আগে BJP-র ঝুলিতে ছিল 105টি আসন ৷ এবারের 12টি আসন যোগ করলে BJP-র দখলে বর্তমানে মোট 117টি আসন । পাশাপাশি 1 নির্দল প্রার্থীর সমর্থনও রয়েছে BJP-র পক্ষে ৷ সব মিলিয়ে কর্নাটক বিধানসভায় মোট 118টি আসন BJP-র পকেটে । কংগ্রেসের ঝুলিতে থাকল 66টি ও JDS-এর ঝুলিতে 34টি আসন ।

Karnataka
ইয়েদুরাপ্পা

By

Published : Dec 9, 2019, 5:52 PM IST

বেঙ্গালুরু, 9 ডিসেম্বর : কর্নাটক বিধানসভার উপনির্বাচনে 15টি আসনের মধ্যে 12টি জিতল BJP ৷ কংগ্রেস পেল 2টি আসন ৷ একটি আসনে জিতলেন নির্দল প্রার্থী ৷

224 আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার 113টি আসন ৷ উপনির্বাচনের আগে BJP-র ঝুলিতে ছিল 105টি আসন ৷ এবারের 12 টি আসন যোগ করলে BJP-র দখলে বর্তমানে মোট 117টি আসন । পাশাপাশি 1 নির্দল প্রার্থীর সমর্থনও রয়েছে BJP-র পক্ষে ৷ সব মিলিয়ে কর্নাটক বিধানসভায় মোট 118টি আসন BJP-র পকেটে । কংগ্রেসের ঝুলিতে থাকল 66টি ও JDS-এর ঝুলিতে 34টি আসন ।

কর্নাটক বিধানসভা উপনির্বাচনের প্রচারে এসে নরেন্দ্র মোদি বলেছিলেন, "কর্নাটকের মানুষ ঠিক করে ফেলেছে কংগ্রেস আর JDS তাদের আর প্রতারিত করতে পারবে না ।" BJP-র জয়ে মোদির এই প্রচার খুব কাজে লেগেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

এদিকে আজকের উপনির্বাচনের ফলাফলের জেরে কংগ্রেসের বিধায়ক দলের দলনেতার পদ থেকে এবং বিধানসভায় বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করলেন সিদ্ধারামাইয়া ৷ এই নিয়ে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধিকে তিনি চিঠিও পাঠিয়েছেন বলে জানিয়েছেন ৷ তিনি বলেন, " কংগ্রেসের বিধায়ক দলের দলনেতা হিসেবে গণতন্ত্রের প্রতি আমার সম্মান ও আস্থা রাখা দরকার ৷ আমি কংগ্রেসের বিধায়ক দলের দলনেতার পদ থেকে পদত্যাগ করছি ৷ আমার পদত্যাগপত্রও আমি সোনিয়া গান্ধিকে পাঠিয়ে দিয়েছি ৷ "

আরও পড়ুন : আজ কর্নাটক উপনির্বাচনের ফলাফল, ইয়েদুরাপ্পা সরকারের বড় পরীক্ষা

কংগ্রেস ও JDS-এর ভাঙনের পর মাত্র চারমাস আগেই সরকার গঠন করেছে ইয়েদুরাপ্পার নেতৃত্বাধীন BJP ৷ এবারের উপনির্বাচনে আরও মুখ থুবড়ে পড়ল কংগ্রেস ৷ 15 টি আসনের মধ্যে মিলেছে মাত্র 2টি আসন ৷ JDS -এর ঝুলিতে একটি আসনও জোটেনি এবারের উপনির্বাচনে ৷ 15 আসনের এই উপনির্বাচনে জয়ের পর ইয়েদুরাপ্পা সরকার আরও মজবুত হল ৷

কর্নাটকের উপনির্বাচনে BJP-র ভালো ফলের জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ ঝাড়খণ্ডের একটি জনসভা থেকে তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতার বিষয় এলে মানুষ BJP-র উপর ভরসা করে ৷ একইসঙ্গে কংগ্রেস এবং JD(S)-কে আক্রমণ করে তিনি বলেন, কংগ্রেস এবং JD(S) যাতে আবার পিছন থেকে তাঁদের ছুরি মারার সুযোগ না পায়, তা নিশ্চিত করেছেন কর্নাটকের ভোটাররা ৷

ফল বেরোনোর পর কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলেন, " আমরা আমাদের নির্দিষ্ট মেয়াদ সম্পূর্ণ করব ৷ কর্নাটকের সাধারণ মানুষও আমাদের উপর সেই ভরসাই রেখেছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details