বেঙ্গালুরু, 9 ডিসেম্বর : কর্নাটক বিধানসভার উপনির্বাচনে 15টি আসনের মধ্যে 12টি জিতল BJP ৷ কংগ্রেস পেল 2টি আসন ৷ একটি আসনে জিতলেন নির্দল প্রার্থী ৷
224 আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার 113টি আসন ৷ উপনির্বাচনের আগে BJP-র ঝুলিতে ছিল 105টি আসন ৷ এবারের 12 টি আসন যোগ করলে BJP-র দখলে বর্তমানে মোট 117টি আসন । পাশাপাশি 1 নির্দল প্রার্থীর সমর্থনও রয়েছে BJP-র পক্ষে ৷ সব মিলিয়ে কর্নাটক বিধানসভায় মোট 118টি আসন BJP-র পকেটে । কংগ্রেসের ঝুলিতে থাকল 66টি ও JDS-এর ঝুলিতে 34টি আসন ।
কর্নাটক বিধানসভা উপনির্বাচনের প্রচারে এসে নরেন্দ্র মোদি বলেছিলেন, "কর্নাটকের মানুষ ঠিক করে ফেলেছে কংগ্রেস আর JDS তাদের আর প্রতারিত করতে পারবে না ।" BJP-র জয়ে মোদির এই প্রচার খুব কাজে লেগেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।
এদিকে আজকের উপনির্বাচনের ফলাফলের জেরে কংগ্রেসের বিধায়ক দলের দলনেতার পদ থেকে এবং বিধানসভায় বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করলেন সিদ্ধারামাইয়া ৷ এই নিয়ে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধিকে তিনি চিঠিও পাঠিয়েছেন বলে জানিয়েছেন ৷ তিনি বলেন, " কংগ্রেসের বিধায়ক দলের দলনেতা হিসেবে গণতন্ত্রের প্রতি আমার সম্মান ও আস্থা রাখা দরকার ৷ আমি কংগ্রেসের বিধায়ক দলের দলনেতার পদ থেকে পদত্যাগ করছি ৷ আমার পদত্যাগপত্রও আমি সোনিয়া গান্ধিকে পাঠিয়ে দিয়েছি ৷ "