দিল্লি, 16 অগাস্ট : কয়েকজন BJP নেতা প্ররোচনামূলক পোস্ট করা সত্ত্বেও সেগুলির বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি । এমনই অভিযোগ উঠে এসেছে বিদেশের প্রথম সারির এক সংবাদপত্রের প্রতিবেদনে । এরপরই টুইটারে BJP-কে আক্রমণ করেছেন রাহুল গান্ধি ।
টুইটারে ওই সংবাদপত্রের প্রতিবেদনের ছবি পোস্ট করে রাহুল গান্ধি লেখেন, ভারতে BJP ও RSS ফেসবুক ও হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ করে । এটার মাধ্যমে ভুয়ো খবর ও বিদ্বেষ ছড়িয়ে দেয় এবং ভোটারদের প্রভাবিত করে । অবশেষে সত্যিটা সামনে এনেছে অ্যামেরিকার সংবাদমাধ্যম ।
তাঁর টুইটের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ মনে করিয়ে দিয়েছেন কেমব্রিজ অ্যানালিটিকা ডেটা স্ক্যানডেলের কথা । সেই সময় নির্বাচনের আগে ফেসবুককে ভুলভাবে ব্যবহার করার অভিযোগ উঠেছিল কংগ্রেস শিবিরের বিরুদ্ধে ।