দিল্লি, 15 জানুয়ারি : বাজেট অধিবেশন চলার সময় রোজ সংসদে উপস্থিত থাকতে হবে দলের সমস্ত সাংসদকে ৷ শুক্রবার এই নির্দেশই দিয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ আগামী 29 জানুয়ারি সংসদে যৌথ অধিবেশনের মাধ্যমে শুরু হচ্ছে এই বছরের বাজেট অধিবেশন ৷ 1 ফেব্রুয়ারি লোকসভায় পেশ হবে বাজেট ৷ তার পর থেকে লোকসভা ও রাজ্যসভায় সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রের শাসক দল ৷ সূত্রের খবর, সরকার এই অধিবেশনেও কিছু গুরুত্বপূর্ণ বিল পাস করাতে পারে ৷ সেই কারণেই সাংসদদের রোজ অধিবেশনে উপস্থিত থাকতে বলা হচ্ছে ৷
যদিও দলের সংসদীয় অফিসের সচিব বালাসুব্রহ্মণ্যম কামারসু সাংসদদের চিঠি দিয়ে জানিয়েছেন যে গুরুত্বপূর্ণ সংসদীয় কাজ, আলোচনায় যাতে প্রত্যেক সাংসদ উপস্থিত থাকতে পারেন, সেই কারণেই এই নির্দেশ দেওয়া হচ্ছে ৷ তাই অধিবেশনের সময় দিল্লির বাইরে কোনও কাজ না রাখতেও সাংসদের নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির তরফে ৷