দিল্লি, 24 জুন : BJP-তে যোগ দিলেন তৃণমূলের কালচিনির বিধায়ক উইলসন চম্প্রামারি এবং দলের দক্ষিণ দিনাজপুরের জেলা নেতা বিপ্লব মিত্র । কিছুদিন ধরেই তাঁরা BJP-তে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল । কয়েকদিন আগে বিপ্লব মিত্র ও উইলসন চম্প্রামারি অনুগামীদের নিয়ে দিল্লি যাওয়ায় সেই জল্পনা আরও বাড়ে ।
দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা ছিলেন বিপ্লববাবু । দলে তাঁর অনুগামীদের সংখ্যাও কম নয় । এই পরিস্থিতিতে তাঁর দলত্যাগ জেলায় তৃণমূলের কাছে জোর ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল । যদিও, দলের বর্তমান জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, "যাঁরা অন্যদলে যেতে চাইছেন তাঁরা যেতে পারেন । কিন্তু দলে থেকে দলের সঙ্গে গদ্দারি আমরা কাউকে করতে দেব না ।"