পটনা, 24 এপ্রিল : লকডাউনে পাস দেখতে চাওয়ায় কর্তব্যরত চৌকিদারকে হেনস্থা । বিহারে কৃষি দপ্তরের দুই আধিকারিককে গ্রেপ্তার করল পুলিশ । ওই চৌকিদারকে দিয়ে পায়ে ধরে ক্ষমা চাওয়ানোরও অভিযোগ উঠেছে । তাঁদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনসহ একাধিক আইনের অধীনে মামলা রুজু হয়েছে ।
গতকাল বিহারের আরারিয়া এলাকার একটি গ্রামে কর্তব্যরত ছিলেন গণেশলাল ততমা । লকডাউনে বাড়ির বাইরে বেরনোয় তিনি সকলেরই পাস দেখতে চাইছিলেন । সেই সময় পাস দেখতে চান বিহারের কৃষি দপ্তরের দুই আধিকারিক মনোজ কুমার ও কুমার রাজীবের কাছেও । পাস দেখাতে নাকচ করেন দু'জন । শুরু হয় বচসা । নিজেদের পরিচয় দিয়ে পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য করানো হয় গণেশলালকে । ডেকে আনা হয় স্থানীয় থানার ASI গোবিন্দ সিংকেও । এরপর তাঁর সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হয় । যার ভিডিয়ো ভাইরাল হয় ।