পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভোট শেষ হতেই রাম মন্দির নিয়ে সুর চড়ালেন ভাগবত - udaipur

আজ রাজস্থানের উদয়পুরে এক অনুষ্ঠানে রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে মুখ খুললেন RSS প্রধান মোহন ভাগবত । BJP দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই রাম মন্দির নির্মাণ ইশুতে সঙ্ঘ প্রধানের এই সুর চড়ানো ।

ভাগবত

By

Published : May 27, 2019, 5:10 PM IST

উদয়পুর, 27 মে : BJP দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই রাম মন্দির নির্মাণ ইশুতে মুখ খুললেন RSS প্রধান মোহন ভাগবত । আজ রাজস্থানের উদয়পুরে এক অনুষ্ঠানে রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের রামের কাজ সম্পন্ন করতে হবে ।"

ভোটের ফলাফল প্রকাশের পর উদয়পুরে বক্তব্য রাখেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান । সেখানেই রাম মন্দির নিয়ে সুর চড়িয়ে তিনি বলেন, "রামের কাজ করতেই হবে । আমাদের সকলের মধ্যে রাম রয়েছেন । প্রয়োজনে আমাদের নিজেদের দায়িত্ব নিতে হবে এই কাজের জন্য । এই কাজের দায়িত্ব যদি অন্য কারও উপরও বর্তায় তবে আমাদের নজর রাখতে হবে ।"

গত লোকসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরেছেন BJP । বিরোধীদের দাবি এই নির্বাচনে ধর্মীয় মেরুকরণের কারণেই BJP-র এই বিপুল জয় । তবে BJP দাবি করে এসেছে তারা ধর্মের নামে রাজনীতি করে না । তবে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে ফের একবার রাম মন্দির ইশুতে হুঁশিয়ারি দিয়ে রাখলেন সঙ্ঘ প্রধান মোহন ভগবত । যার জেরে অস্বস্তিতে পড়তে পারে BJP, মত বিশেষজ্ঞদের ।

2014 সালের লোকসভা ভোটে BJP-র অ্যাজেন্ডার অন্যতম ছিল রাম মন্দির । রাম মন্দির ও বাবরি মসজিদ সংক্রান্ত সমস্যার সমধানে তিন মধ্যস্থতাকারীকে দায়িত্ব দেয় দেশের শীর্ষ আদালত । ওই রায়কে স্বাগত জানায় RSS । পাশাপাশি তারা জানিয়ে দেয় রাম মন্দির যেখানে তৈরি হওয়ার কথা ছিল সেখানেই করতে হবে । তবে 2019 লোকসভা নির্বাচনের আগে কোর্টের রায়কে হাতিয়ার করেই মোদি বলেছিলেন বিচারাধীন বিষয় কোর্ট যা রায় দেবে তাই করা হবে । যা নিয়ে খুশি ছিল না সঙ্ঘ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details