পুলওয়ামা, 26 নভেম্বর : পুলওয়ামায় মঙ্গলবার সকালে নিকেশ হল আরও এক জঙ্গি ৷ এই নিয়ে গত 24 ঘণ্টায় দুই জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা ৷ পুলওয়ামার পাচার রাজপোরা এলাকায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয় এই দুই জঙ্গি ৷ অভিযানের নেপথ্য়ে ছিলেন সেনার এক বাঙালি মেজর জেনেরাল। তাঁর নাম অনিন্দ্য সেনগুপ্ত । তাঁর তত্ত্বাবধানেই চলে এই সেনা অভিযান ৷ গোপন সূত্রে পুলওয়ামার সোপিয়ানে জঙ্গি কার্যকলাপের খবর পেয়ে অভিযানে নামে সেনা ৷ গত সন্ধ্য়ায় 6 টা নাগাদ অভিযানে নেমে এক জঙ্গিকে নিকেশ করে সেনা ৷ রাতভর অভিযান শেষে আজ সকালে নিকেশ হয় আরও এক জঙ্গি ৷
পুলওয়ামা জঙ্গি নিকেশের নেপথ্যে বাঙালি মেজর জেনেরাল - পুলওয়ামা
পুলওয়ামায় জঙ্গি অভিযানের নেপথ্য়ে ছিলেন সেনার এক বাঙালি মেজর জেনেরাল। তাঁর নাম অনিন্দ্য সেনগুপ্ত । তাঁর তত্ত্বাবধানেই চলে এই সেনা অভিযান ৷
অনিন্দ্য সেনগুপ্ত আজ বলেন, " জঙ্গি কার্যকলাপের খবর পেয়ে আমরা গতকাল সন্ধ্যা 6 টা নাগাদ পুলওয়ামার সোপিয়ানে অভিযান চালাই ৷ গতকালই এক জঙ্গিকে নিকেশ করা হয়েছিল ৷ আজ সকালে নিকেশ হয় আরও এক জঙ্গি ৷ অভিযানে সাধারণ নাগরিকের কোনও ক্ষতি হয়নি ৷"
দুই জঙ্গির দেহ উদ্ধার করেছে নিরাপত্তরক্ষীরা ৷ তাদের পরিচয় বা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি ৷ ঘটনাস্থান থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গুলি ৷ এলাকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা করার জন্য আবেদন করা হয়েছে সেনার তরফে ৷