পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ছত্তিশগড়ে নাশকতার ছক বানচাল, বিজাপুরে উদ্ধার 4 কেজি IED - Naxals

আওয়াপল্লি এলাকায় কর্তব্যরত CRPF জওয়ানদের উপর হামলার ছক কষেছিল মাওবাদীরা ।

4 kg IED recovered from Bijapur district of Chattishgarh
ছত্তিশগড়ের বিজাপুর থেকে উদ্ধার 4 কেজি বিস্ফোরক

By

Published : Oct 27, 2020, 1:24 PM IST

বিজাপুর, 27 অক্টোবর : ছত্তিশগড়ে মাওবাদীদের বড় নাশকতার ছক বানচাল । চার কেজি বিস্ফোরক উদ্ধার করল পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, মুরকিনারের দু'কিলোমিটার দুরে উসগুরি এলাকায় ওই বিস্ফোরক মাটির তলায় রাখা ছিল । CRPF জওয়ানরা আওয়াপল্লি এলাকায় টহল দিচ্ছিলেন । টহলদারির পর ফেরার সময় তাঁঁদের উপর হামলার ছক কষেছিল মাওবাদীরা । কিন্তু নিরাপত্তাবাহিনীকে দেখে টিফিন বোমা সমেত ফেলে রেখে তারা চম্পট দেয় । একটি স্টিলের বাক্সতে বোমা রেখে তা মাটির তলায় পুঁতে দেওয়া হয় ।

বিজাপুরের বম্ব স্কোয়াড ঘটনাস্থান থেকে এসে মোট চার কেজি IED, দু'কেজি টিফিন বোমা এবং একটি পাইপ বোমা উদ্ধার করে । পাশাপাশি বিদ্যুতের তার, ডিটোনেটর এবং কিছু ব্যাটারিও উদ্ধার করেছে বম্ব স্কোয়াড । বিস্ফোরকগুলি নিষ্ক্রিয় করা হয়েছে

ABOUT THE AUTHOR

...view details