পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাংলাদেশে ক্যাফেতে হামলার ঘটনায় 7 জঙ্গির মৃত্যুদণ্ডের সাজা - Holey artisan

বাংলাদেশের হোলি আর্টিজ়ন ক্যাফেতে হামলার ঘটনায় 7 জঙ্গিকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের এক আদালত ।

cafe attack
হোলি আর্টিজ়ন

By

Published : Nov 27, 2019, 2:34 PM IST

Updated : Nov 27, 2019, 7:46 PM IST

ঢাকা, 27 নভেম্বর : বাংলাদেশের হোলি আর্টিজ়ান ক্যাফেতে হামলার ঘটনায় 7 জঙ্গিকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের এক আদালত । তারা সকলেই জামাত-উল-মুজাহিদিন (JMB)- র সদস্য । বিচার শুরু হওয়ার এক বছরের মাথায় ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনাল এই রায় ঘোষণা করল ।

ফাঁসির সাজা পাওয়া 7 আসামি হলেন রাকিবুল ইসলাম, রিগ্যান ওরফে রাফিউল ইসলাম । রাজীব গান্ধি ওরফে জাহাঙ্গির আলম, মহম্মদ আসলাম হোসেন, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ়, মহম্মদ হাদিসুর রহমান সাগর ওরফে সাগর, মামুনুর রশিদ রিপন, শরিফুল ইসলাম খালেদ । মুক্তি পেয়েছে মিজ়ানুর রহমান ওরফে বড় মিজ়ান ।

2016 সালের 1 জুলাই গুলশানের হোলি আর্টিজ়ান ক্যাফেতে জঙ্গি হামলা হয় । 20 জন দেশি-বিদেশি নাগরিক প্রাণ হারান । ঘটনায় নাম জড়ায় ইসলামিক স্টেটের ।

Last Updated : Nov 27, 2019, 7:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details