দিল্লি, 31 মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ওড়িশার "নরেন্দ্র মোদি"। গতকাল রাষ্ট্রপতি ভবনে মোদির মন্ত্রিসভায় রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন বালাসোরের প্রতাপচন্দ্র সারেঙ্গি ।
রাষ্ট্রমন্ত্রী হিসেবে মোদির মন্ত্রিসভায় ওড়িশার "নরেন্দ্র মোদি"
রাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হিসেবে শপথ নিলেন বালাসোর লোকসভা থেকে জয়ী সাংসদ প্রতাপচন্দ্র সারেঙ্গি । শপথপাঠের সময় করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান খোদ দলের সভাপতি অমিত শাহ ।
বছর ৬৪-র প্রতাপ সারেঙ্গি নিজের সাধারণ জীবনযাপনের জন্য মানুষের কাছে জনপ্রিয় । শপথপাঠের সময় ওড়িশার এই নয়া সাংসদকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান সাংসদ অমিত শাহ ।
নিতান্তই সহজ-সরল অনাড়ম্বর জীবন সারেঙ্গির । সঙ্গী হল সাইকেল । সাইকেল চেপেই নিজের লোকসভা চষেছেন ভোটের প্রচারে । জনসভায় যাওয়ার জন্য তাঁর সঙ্গী ছিল অটো রিকশা । এতেই ফল মিলেছে ।
ওড়িশার বালাসোর জেলা থেকে BJD প্রার্থী রবীন্দ্র জেনাকে হারিয়েছেন 13 হাজার ভোটে । তবে সারেঙ্গিকে মোদি তাঁর মন্ত্রিসভার কোন দায়িত্ব দেন, সেটাই এখন দেখার ।