দিল্লি, 29 জুলাই : সংসদে 'অশালীন' মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সমাজবাদী পার্টির সাংসদ আজ়ম খান ৷ তিনি বলেন, "যদি স্পিকারের মনে হয় আমার আচরণে কোনও ভুল ছিল তাহলে আমি ক্ষমা চাইছি ৷" অন্যদিকে যার উদ্দেশে আজ়ম খান ওই মন্তব্য করেন সেই রমা দেবী জানান " মন্তব্যটি ভারতের সকল নারী ও পুরুষ উভয়কেই আঘাত করেছে ৷ " তিনি আরও বলেন "এটি একটি খারাপ অভ্যাস । যা উনি বুঝতে পারবেন না ৷ আমি এখানে এই ধরণের মন্তব্য শুনতে আসিনি ৷"
আরও পড়ুন : "খাকি অন্তর্বাস", জয়াপ্রদাকে আজ়ম খানের বিতর্কিত মন্তব্যে মহিলা কমিশনের ব্যাখ্যা তলব
বৃহস্পতিবার তিন তালাক বিল নিয়ে লোকসভায় আলোচনা চলাকালীন সমাজবাদী পার্টির সাংসদ আজ়ম খান স্পিকারের আসনে বসে রমা দেবীর উদ্দেশে 'অশালীন' মন্তব্য করেন । আজ়ম খানের বিরুদ্ধে সরব হন নির্মলা সীতারমন, স্মৃতি ইরানি-সহ মহিলা সাংসদরা । যদিও আজ়ম খান জানান তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ আজ ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন " বোন, আমি রাজনীতির সঙ্গে বহুদিন ধরে যুক্ত ৷ আমার পক্ষ্যে সম্ভব নয় কোনও খারাপ কথা বলা ৷ যদি আমার মন্তব্যে একটিও লোকসভা বিরোধী শব্দ থাকে তাহলে আমি সংসদ থেকে পদত্যাগ করব ৷"