অযোধ্যা, 21 মে : পবিত্র রমজান মাসে ইফতার পার্টির আয়োজন করা হল অযোধ্যার একটি মন্দিরে । গতকাল মন্দির কর্তৃপক্ষের তরফে এই ইফতার পার্টির ব্যবস্থা করা হয় । সীতা-রাম মন্দিরের আয়োজকরা জানান, সম্প্রীতির নজির গড়তেই এই ইফতার পার্টি রাখা হয় । সেখানে অংশ নেন মুসলিম সম্প্রদায়ের অনেকেই ।
অযোধ্যার সীতা-রাম মন্দিরে ইফতার পার্টি - muslim
পবিত্র রমজান মাসে ইফতার পার্টির আয়োজন করা হল অযোধ্যার একটি মন্দিরে । সম্প্রীতির নজির গড়তেই এই আয়োজন বলে জনান সীতা-রাম মন্দিরের আয়োজকরা ।
ইফতার পার্টি
ওই মন্দিরের পুরোহিত যুগল কিশোর সংবাদ সংস্থা ANI-কে বলেন, "এই নিয়ে তৃতীয়বার আমরা ইফতার পার্টির আয়োজন করলাম । ভবিষ্যতেও ইফতার পার্টি আয়োজনের ইচ্ছে রয়েছে ।"
যুগল কিশোরের সুর শোনা যায় ইফতারে উপস্থিত মুজ্জামেল ফিজ়া নামে এক ব্যক্তির গলায় । তিনি বলেন, "এই ধরনের অনুষ্ঠান হওয়া খুব দরকার । তাতে মানুষের মধ্যে বিভেদ কমে ।"