পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রামের মূর্তি নির্মাণের জন্য জমি অধিগ্রহণ, আশঙ্কায় মাঝা বারেথার বাসিন্দারা

সরযূর তীরে ভগবান রামের সবচেয়ে লম্বা মূর্তি তৈরির জন্য মাঝা বারেথার জমি নিতে চায় রাজ্য সরকার ৷ কিন্তু, জমি অধিগ্রহণে রাজি নয় ওই গ্রামের বাসিন্দার ৷ তারা এই প্রকল্পের বিরোধী নয় ৷ কিন্তু তারা তাদের জমি - বাড়ি হারাতে চায় না ৷

Ayodhya: Majha Baretha residents pray Lord Rama to save them from displacement
রামের মূর্তি নির্মাণের জন্য জমি অধিগ্রহণ, আশঙ্কায় মাঝা বারেথার বাসিন্দারা

By

Published : Aug 1, 2020, 8:41 PM IST

অযোধ্যা, 1 অগাস্ট : আগামী 5 অগাস্ট এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে রামনগরী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রী রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেদিন ৷ এরপর তিনি অযোধ্যায় বিভিন্ন বড় প্রকল্পের ঘোষণা করতে পারেন ৷ অযোধ্যায় উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের উপর কাজ করছে ৷ শ্রী রাম মন্দিরের নির্মাণকার্য শুরু হওয়ার আগে সেই বিষয়েও ঘোষণা করা হবে ৷ অযোধ্যায় পরিক্রমা মার্গের উন্নয়ন ও সৌন্দার্যানের জন্য খরচ করা হবে 3 হাজার কোটি টাকা ৷ পরিক্রমা মার্গে বেশ কয়েকটি সেতু তৈরি করা হবে ৷ তৈরি করা হতে পারে অযোধ্যা থেকে চিত্রকূট পর্যন্ত প্রায় 165 কিলোমিটার রাস্তা তৈরিরও প্রস্তাব দেওয়া হয়েছে ৷

এছাড়াও অযোধ্যায় উন্নয়নের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ সবরকমের চেষ্টা করছে ৷ সেখানে টুরিজ়ম ব্যবস্থা ভালো করার জন্য রাস্তা তৈরির উপর নজর রাখছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ৷ রাস্তাগুলিতে ঐতিহ্যবাহী শিল্পকর্ম ফুটিয়ে তোলার কাজ করা হচ্ছে ৷ 5 অগাস্ট NHAI এক হাজার কোটি টাকার 51 টি প্রকল্পের ভিত্তি স্থাপন করবে ৷

এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে মাঝা বারেথা গ্রামে ভগবান রামের 251 মিটারের সবথেকে লম্বা মূর্তি ৷ অযোধ্যার আন্তর্জাতিক বাস টার্মিনাসের কাছে এই গ্রামটিতে এই মূর্তি নির্মানের প্রস্তাব আনা হয়েছে ৷ এই প্রকল্পের ফলে চিন্তায় মাঝা বারেথা গ্রাম ৷ কারণ , গ্রামটির গ্রাম সভাকে অযোধ্যা মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্গত করা হয় ৷ এরপর গ্রামবাসীদের জানানো হয়, অযোধ্যার উন্নয়নের জন্যই তাদের জমি জায়গা অধিগ্রহণ করতে পারে রাজ্য সরকার ৷

অযোধ্যা মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্গত মাঝা বারেথা গ্রামের গ্রাম সভা ৷ সেই কারণেই বসতি জমির অধিগ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ৷ আর এর ফলেই চিন্তায় মাঝা বারেথার বাসিন্দারা ৷ যদিও , গ্রামবাসীদের নিজেদের বক্তব্য পেশ করার জন্য সময় দেওয়া হয়েছে ৷ চলতি বছরের 24 জানুয়ারি, এই গ্রামের বাসিন্দারা রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করে ৷ 2013 সালের জমি অধিগ্রহণ আইন অনুসারে জমি অধিগ্রহণের নির্দেশ দেয় কোর্ট ৷

অযোধ্যায় ভগবান রামের সবথেকে লম্বা মূর্তি ও মিউজ়িয়াম তৈরির জন্য যে জায়গাটি অধিগ্রহণের জন্য বলা হয়েছে , সেখানে কয়েক বংশপরম্পরায় গ্রামের মানুষেরা থাকছে ৷ আজ স্বাধীনতার 73 বছর পরেও , ওই গ্রামের মানুষদের জমির মিউটেশন করা হয়নি ৷ সেকারণে, তাদের নিজেদের জমি জায়গার উপর আইনি ক্ষমতা নেই ৷ এ কারণে, তাদের নিজেদের জন্য লড়াই করা আরও কঠিন হয়ে গেছে ৷ এরপর 16 জুন গ্রামবাসীরা ফের হাইকোর্টে আবেদন করে ৷ এরপর প্রশাসন থেকে গ্রামের জমিগুলি গ্রামবাসীদের নামে মিউটেশন করানোর নির্দেশ দেয় ৷

ABOUT THE AUTHOR

...view details