লাদাখ, 3 জুলাই : আগ্রাসনের যুগ শেষ । এখন উন্নয়ন ও বিকাশের যুগ । ইতিহাস প্রমাণ । কখনও কোনও আগ্রাসী শক্তি টিকে থাকতে পারে না । আজ লাদাখের নিমুতে সেনার উদ্দেশে ভাষণ দিতে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
লাদাখ সীমান্তে ভারত-চিন উত্তপ্ত পরিস্থিতি । সপ্তাহ দুয়েক আগে দুই দেশের সেনা সংঘর্ষে 20 জন শহিদ হয়েছেন । এই পরিস্থিতিতে তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত এবং স্থলসেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানেকে সঙ্গে নিয়ে লাদাখ যান প্রধানমন্ত্রী । আজ লেহ-তে পৌঁছান । সেখান থেকে ভোরে নিমুতে পৌঁছে কথা বলেন সেনা-জওয়ানদের সঙ্গে । 15 জুন রাতে গালওয়ানের সংঘর্ষে যে জওয়ানরা জখম হয়েছিলেন, তাঁদের সঙ্গেও দেখা করেন । তারপর নিমুতে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,"আগ্রাসনের বিরুদ্ধে পুরো দেশ আজ একজোট হয়ে লড়ছে । এই আগ্রাসন শক্তি শান্তি নষ্ট করে । বিশ্বে এখনও কেউ কেউ আগ্রাসনবাদে বিশ্বাসী । তবে মনে রাখবেন, গোটা বিশ্ব আজ বিকাশবাদে বিশ্বাসী । আগ্রাসনের যুগ শেষ । এখন উন্নয়ন ও বিকাশের যুগ । ইতিহাস সাক্ষী । আগ্রাসন শক্তি কোনওদিন টিকে থাকতে পারে না । হয় তারা হারিয়ে যায় । নয়তো পিছু হটে ।" তাঁর সংযোজন, আমরা সেই দেশের মানুষ, যাঁরা বংশিধারী কৃষ্ণকে পুজো করে । আবার সুদর্শন চক্রধারী কৃষ্ণেরও আরাধনা করে ।