পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাবা-মায়ের নাগরিকত্ব নিয়ে সংশয়, NRC থেকে শর্তসাপেক্ষে বাদ সন্তানও

2004 সালের 3 ডিসেম্বরের পরে অসমে যাঁরা জন্মেছে, তাদের মা-বাবাদের যদি বিদেশি নাগরিক হিসেবে ঘোষণা করে ট্রাইবুনাল, যদি বাবা-মায়ের ভোটাধিকার নিয়ে সংশয় থাকে, NRC থেকে বাদ পড়বে সন্তানও

বাবা-মায়ের নাগরিকত্ব নিয়ে সংশয়, NRC থেকে শর্তসাপেক্ষে বাদ সন্তানও

By

Published : Aug 13, 2019, 5:55 PM IST

দিল্লি, 13 অগাস্ট : বাবা-মায়ের নাগরিকত্ব নিয়ে সংশয় থাকলে শর্তসাপেক্ষে সন্তানের নাম বাদ পড়বে অসমের জাতীয় নাগরিকপঞ্জি (NRC) থেকে৷ আজ এমনটাই জানাল শীর্ষ আদালত ৷

NRC-এর চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে 31 অগাস্ট ৷ কোনও নথি আর পুনর্মূল্যায়ন হবে না৷ এদিন সেটাও স্পষ্ট করে দিল শীর্ষ আদালত । এ ছাড়াও আদালত জানাল, 2004 সালের 3 ডিসেম্বরের পরে অসমে যাঁরা জন্মেছে, তাদের মা-বাবাদের যদি বিদেশি নাগরিক হিসেবে ঘোষণা করে ট্রাইবুনাল, যদি বাবা-মায়ের ভোটাধিকার নিয়ে সংশয় থাকে, NRC থেকে বাদ পড়বে সন্তানও ৷ তবে অনুপ্রবেশকারী হিসেবে কাউকে চিহ্নিত করলে গুয়াহাটি হাইকোর্টে সেই বিষয়ে মামলা করা যাবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত ৷

অসমের NRC তথ্য নতুন করে খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় সরকারের আবেদন আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট । NRC তথ্য আধার কার্ডের তথ্যের মতোই সুরক্ষিত রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ।

মঙ্গলবার সকালে এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি আরএন নরিম্যানের ডিভিশন বেঞ্চ । অসমের চূড়ান্ত NRC থেকে কারা বাদ পড়লেন, সেই তালিকা শুধুমাত্র অনলাইনে আগামী 31 অগাস্ট প্রকাশিত হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট । এই তালিকার হার্ড কপি জেলা অফিসগুলিতে জমা দেওয়া হবে ।

জাতীয় নাগরিকপঞ্জির তথ্যকে আধার তথ্যের মতোই সুরক্ষিত রাখতে যাবতীয় ব্যবস্থা নিতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত । নাগরিকপঞ্জির এই তালিকা পুরোপুরিভাবে হাতে পাবে না কেন্দ্র, অসম সরকার এবং NRC কোঅর্ডিনেটর । অসম বিধানসভায় পেশ হওয়া NRC তথ্য ফাঁস হয়ে যাওয়াতেই এই নির্দেশ সুপ্রিম কোর্টের ।

ABOUT THE AUTHOR

...view details