পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অসমে বন্যায় মৃত বেড়ে 5, গৃহহীন প্রায় 21 হাজার

অসম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথোরিটির (ASDMA) এক আধিকারিক জানিয়েছেন, গোলাপাড়া এবং হজাইয়ের দুই ব্যক্তির গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা পাঁচ।

Assam
Assam

By

Published : May 30, 2020, 1:25 PM IST

গুয়াহাটি, 30 মে : অসমে বন্যায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। বন্যার জেরে প্রায় চার লাখ মানুষ বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন । শুক্রবার অসম প্রশাসনের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

অসম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথোরিটির (ASDMA) এক আধিকারিক জানিয়েছেন, গোলাপাড়া ও হজাইয়ের দুই ব্যক্তির গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা পাঁচ। সাতটি জেলার মোট 350টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত।

বন্যার জলে 25 হাজার হেক্টর কৃষিজমির ক্ষতি হয়েছে ৷ প্রায় 21 হাজার মানুষ গৃহহীন। জেলা প্রশাসনের তরফে 190টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষ সেখানেই আশ্রয় নিয়েছেন। দারাং জেলার ওরাং জাতীয় উদ্যান বন্যায় ক্ষতিগ্রস্ত ৷ অসম বন দপ্তরের তরফে জানানো হয়েছে, উদ্যানের ভিতরের একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত। এই উদ্যানে 68টি একশৃঙ্গ গণ্ডার এবং অন্যান্য বিরল প্রজাতির প্রাণী রয়েছে।

ABOUT THE AUTHOR

...view details