পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

‘‘যত তাড়াতাড়ি বিদায় নেবেন, ততই ভালো’’, সিন্ধিয়ার ইস্তফায় প্রতিক্রিয়া গেহলটের - বেঙ্গালুরু

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন ৷ তার এই আচমকা পদত্যাগে দলের অধিকাংশই তাঁকে বিশ্বাসঘাতক ও ক্ষমতালোভীর তকমা দিয়েছেন ৷ সমালোচনায় মুখর অশোক গেহলটও ৷

Ashok Gehlot on Jyotiraditya Scindia resignation
সিন্ধিয়ার পদত্যাগে গেহলটের প্রতিক্রিয়া

By

Published : Mar 10, 2020, 3:18 PM IST

দিল্লি, 10 মার্চ: জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পদত্যাগের পরই একের পর এক রাজনীতিবিদ তাঁদের প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন ৷ বাদ পড়লেন না অশোক গেহলটও ৷

সিন্ধিয়ার ইস্তফার পর অশোক গেহলট বলেন, ‘‘জাতীয় সংকটের সময় BJP-র সঙ্গে হাত মেলানো একজন নেতার আত্মকেন্দ্রিকতার প্রমাণ দেয়, বিশেষত যখন BJP দেশের অর্থনীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সামাজিক কাঠামো এবং বিচার বিভাগকে নষ্ট করছে ।’’

একদিকে যেমন ইস্তফাপত্রে সিন্ধিয়া লিখেছেন ‘‘এগিয়ে যাওয়ার সময় এসেছে ’’, আবার অন্যদিকে দলের তরফ থেকে বলা হয়েছে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে তাঁকে ৷ এই উত্তাল পরিস্থিতিতে দলের সদস্যদের তরফ থেকেও মিলছে মিশ্র প্রতিক্রিয়া ৷ তবে অশোক গেহলট কোনও রাখঢাক না রেখেই টুইটে লেখেন , ‘‘মানুষের বিশ্বাসের সঙ্গে সঙ্গে আদর্শের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে সিন্ধিয়া ৷ এতে প্রমাণিত হয় যে এই ধরনের মানুষ ক্ষমতা ছাড়া থাকতে পারেন না ৷ যত তাড়াতাড়ি বিদায় নেবেন, ততই ভালো ৷’’

গতকাল 20 জন মন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা এবং 19 জন বিধায়কের বেঙ্গালুরু যাওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সবথেকে বেশি আলোচিত হয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ আজ তাঁর পদত্যাগে কংগ্রেস যেমন তাঁর পদক্ষেপের তুমুল সমালোচনা করেছে, বিপরীত দিকে BJP-র তরফ থেকে তাঁকে স্বাগত জানানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details