পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বালাকোট অভিযোনের পরিকল্পনা করেছিলেন, এবার হলেন RAW প্রধান

দেশের দুই গোয়েন্দা সংস্থার নতুন প্রধান নিয়োগ করল সরকার । সামন্ত গোয়েলকে RAW-এর প্রধান করা হল । অরবিন্দ কুমার ইন্টেলিজেন্স বিওরোর (IB) দায়িত্ব পেলেন ।

সামন্ত গোয়েল

By

Published : Jun 26, 2019, 6:31 PM IST

Updated : Jun 26, 2019, 11:55 PM IST

দিল্লি, 26 জুন : কেন্দ্রীয় সরকার দেশের দুই গোয়েন্দা সংস্থার নতুন প্রধান নিয়োগ করল । RAW-এর প্রধানের দায়িত্বে এলেন বালাকোট অভিযানের মূল পরিকল্পনাকারী সামন্ত গোয়েল । পাশাপাশি সামন্ত গোয়েলের ব্যাচমেট অরবিন্দ কুমার ইন্টেলিজেন্স বিওরোর (IB) দায়িত্ব পেলেন ।

নিয়োগ কমিটি এই দু'জনের নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে । নিয়োগ কমিটির প্রধান নরেন্দ্র মোদি সেই প্রস্তাবে সমর্থন জানান ও তা কার্যকর করতে অনুমতি দেন । 30 জুন এই দুই আধিকারিক নিজের দায়িত্ব নেবেন বলে খবর ।

অরবিন্দ ও সামন্ত, দু'জনেই 1984 সালের ব্যাচের IPS আধিকারিক । সামন্ত এর আগে RAW-এর অপারেশন-ইন-চার্জ ছিলেন । অনিল ধামসেনার পর এবার তিনি ওই সংস্থার প্রধান হিসেবে নিযুক্ত হলেন । অন্যদিকে অরবিন্দ ছিলেন ইন্টেলিজেন্স বিওরোর কাশ্মীর ডেস্কে । তিনি রাজীব জৈনের পর এই সংস্থার প্রধান হলেন ।

Last Updated : Jun 26, 2019, 11:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details