পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অরুণাচলে বিধায়কসহ 11 জনকে গুলি করে হত্যা জঙ্গিদের - shoot out

অরুণাচলে জঙ্গিদের গুলিতে মৃত বিধায়কসহ 11 । তিরাপ জেলায় বিধায়ক ও তাঁর সঙ্গী এবং নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালায় NSCN জঙ্গিরা ।

মৃতদের ছবি

By

Published : May 21, 2019, 4:23 PM IST

Updated : May 21, 2019, 6:14 PM IST

ইটানগর, 21 মে : অরুণাচলের এক বিধায়কসহ 11 জনকে গুলি করে মারল NSCN (ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড) জঙ্গিরা । মৃত বিধায়কের নাম তিরং আবো ।

আজ তিরাপ জেলার বোগাপানি এলাকায় ওই বিধায়কের গাড়িতে হামলা চালায় NSCN জঙ্গিরা । জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় 11 জনের । মৃতদের মধ্যে বিধায়কের ছেলেও রয়েছে ।

তিরং আবো ন্যাশনাল পিপল'স পার্টির পশ্চিম খোনসা আসনের বিধায়ক ছিলেন । এবারও ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন । 23 মে লোকসভার সঙ্গে অরুণাচল বিধানসভার ফল ঘোষণা হবে ।

Last Updated : May 21, 2019, 6:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details