পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অন্ধ্রপ্রদেশের বিধান পরিষদ বিলোপে সায় মন্ত্রিসভার - Jagan Mohan Reddy

বিধান পরিষদের আদৌ কোনও প্রয়োজন আছে কি না তা নিয়ে আজ আলোচনায় বসেছিল জগনমোহন রেড্ডির মন্ত্রিসভা ৷ বৈঠক শেষে অন্ধ্রপ্রদেশের বিধান পরিষদ বিলোপে সায় জানাল মন্ত্রিসভা ৷

Andhra Pradesh LC
ছবি সৌজন্য : ANI

By

Published : Jan 27, 2020, 12:25 PM IST

অমরাবতী, 27 জানুয়ারি : অন্ধ্রপ্রদেশের বিধান পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিল অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভা ৷ কিছুদিন আগেই রাজ্যের তিন রাজধানীর বিল সিলেক্ট কমিটিতে পাঠিয়েছিলেন বিধান পরিষদের সভাপতি ৷ সেই রোষের থেকেই কি ভেঙে ফেলা হচ্ছে বিধান পরিষদ ? শুরু হয়েছে জল্পনা ৷

এদিকে বিধান পরিষদ ভেঙে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভা, তার প্রতিবাদে তেলুগু দেশম পার্টি (TDP) আজ বিধানসভা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ৷ তাদের অভিযোগ, সরকার বিধান পরিষদের সদস্যদের সঙ্গে অন্যায় করছে ৷

আরও পড়ুন : ক'টি রাজধানী রাজ্যের ? বিশেষ অধিবেশন অন্ধ্রপ্রদেশ বিধানসভায়

বিধান পরিষদের আদৌ কোনও প্রয়োজন আছে কি না, তা নিয়ে 23 জানুয়ারি আলোচনা হয় অন্ধ্রপ্রদেশ বিধানসভায় ৷ এরপরই আজ বিধান পরিষদ ভেঙে ফেলার পক্ষে মত দিল অন্ধ্রপ্রদেশের মন্ত্রিসভা ৷ মতে শাসক দল YSRC-র সমর্থন থাকলেও, মত নেই বিরোধীদের ৷ এত সহজে যে বিধান পরিষদ ভেঙে ফেলতে পারবে না সরকার, সেই কথাও আজ স্পষ্ট করে দেয় TDP ৷

অন্ধ্রপ্রদেশের বিধানসভায় 175টি আসনের মধ্যে শাসকদলের হাতে রয়েছে 151 টি আসন ৷ কিন্তু বিধান পরিষদে 58টি আসনের মধ্যে 28টি রয়েছে প্রধান বিরোধী দল TDP-র দখলে ৷ এই পরিস্থিতিতে বিরোধীদের কণ্ঠরোধ করতেই সরকার বিধান পরিষদ ভেঙে ফেলার দিকে এগোচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details