লখনউ, 12 মে : ওরা বোমা, বন্দুক নিয়ে সামনে দাঁড়িয়ে আছে । আমার জওয়ানরা কি তখন নির্বাচন কমিশেনের অনুমতি নেবে। জিজ্ঞেস করবে জঙ্গিদের মারব কি মারব না ?" উত্তরপ্রদেশের কুশিনগরের জনসভায় এসে আজ একথা বলেন নরেন্দ্র মোদি।
জঙ্গিদের খতম করতে কি নির্বাচন কমিশেনের অনুমতি নেবেন জওয়ানরা ? মোদি - election commission
উত্তরপ্রদেশে জনসভায় এসে বিরোধীদের আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। বললেন,"জঙ্গিদের খতম করতে কি নির্বাচন কমিশেনের অনুমতি নেবেন জওয়ানরা ?"
ফাইল ফোটো
তিনি বলেন, "আজ সকালে খবর পেলাম, কাশ্মীরে আমাদের সেনা জঙ্গিদের খতম করেছে । এবার কয়েকজনের এটা নিয়ে সমস্যা যে, দেশে যখন নির্বাচন চলছে তখন মোদি কেন সন্ত্রাসবাদীদের মারছে ?"
মোদি বলেন, "কাশ্মীরে যেদিন থেকে আমরা এসেছি, দু'তিন দিন অন্তর সাফাই চলছে, এই সাফাই অভিযান আমার কাজ ভাই ।"