দিল্লি, 1 জুন : স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নিলেন অমিত শাহ । আজ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের কার্যালয়ে গিয়ে তিনি দায়িত্ব বুঝে নেন । আজ একই সঙ্গে দায়িত্ব নিলেন রাজনাথ সিং ও নির্মলা সীতারমণ । এছাড়া রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন জি কিষণ রেড্ডি ও নিত্যানন্দ রায় ।
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অমিত শাহ
স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নিলেন অমিত শাহ । এবার প্রথম অমিত শাহকে ক্যাবিনেটে আনেন নরেন্দ্র মোদি । তিনিও এখন মোদির ক্যাবিনেটে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ।
এবার প্রথম অমিত শাহকে ক্যাবিনেটে আনেন নরেন্দ্র মোদি । গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় তার কাঁধে । ফলে রাজনাথ সিংকে সরিয়ে এখন অমিত কার্যত মোদির ক্যাবিনেটে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি । গতবারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ এবার হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী । স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বভার নেওয়ার পর অমিত শাহ একটি টুুইট করেন । টুইটে তিনি লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার উপর ভরসা করে যে দায়িত্ব দিয়েছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি ।'
এবার অর্থমন্ত্রক যায় নির্মলা সীতারমণের হাতে । এস জয়শংকর পান বিদেশমন্ত্রকের দায়িত্ব । স্মৃতি ইরানি পান শিশু ও নারীকল্যাণ মন্ত্রক । প্রত্যাশা মতোই আইনমন্ত্রকের দায়িত্ব থাকে রবিশংকর প্রসাদের হাতে । এদিকে, পরিবেশ, বন ও আবহাওয়া মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হলেন বাবুল সুপ্রিয় । তিনিও আজ দায়িত্ব বুঝে নিয়েছেন ।