দিল্লি, 15 মে : "আমি আপনার FIR-এ ভয় পাই না ।" আজ দিল্লিতে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন অমিত শাহ । আজ সকালে অমিত শাহর বিরুদ্ধে FIR দায়ের করা হয় আর্মহার্স্ট স্ট্রিট থানায় । বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় বিদ্যাসাগর কলেজের সেকেন্ড ইয়ারের এক পড়ুয়া অভিযোগ দায়ের করেন ।
অমিত শাহ বলেন, "আমার বিরুদ্ধে FIR করেছে । আমি আপনার FIR-এ ভয় পাই না । আমাদের কার্যকর্তাদের খুন করেছেন, তবু, BJP ভয় পায় না । আপনার বিরুদ্ধে লড়াই করবে BJP ।" পাশাপাশি তিনি আরও দাবি করেন, "বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা একবার নিরপেক্ষ কোনও সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক ।" অমিত শাহ আরও বলেন, "সারা দেশে আমরা লড়ছি, কোথাও ঝামেলা হয় না । কারণ, সেখানে তৃণমূল নেই । বাংলাতেই ঝামেলা হয় । কারণ, এখানে তৃণমূল আছে ।"