পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পঞ্জাবে ধৃত সন্দেহভাজন পাকিস্তানি গুপ্তচর - suspected spy

পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ধৃত উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা।

ছবিটি প্রতীকী

By

Published : Mar 1, 2019, 1:25 PM IST

ফিরোজপুর, ১ মার্চ : পঞ্জাবের ফিরোজপুর থেকে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে আটক এক যুবক। সূত্রের খবর, তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও পাকিস্তানের একটি সিম কার্ড পাওয়া গেছে। ওই সিম কার্ডের নম্বরের সাথে পাকিস্তানের ছয়টি গ্রুপের যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।

আজ সকালে BSF-এর ছবি তোলার চেষ্টা করে সে। ছবি তুলতে গেলে তাকে ধরে ফেলেন জওয়ানরা। বাজেয়াপ্ত হয় তার মোবাইল, সিম কার্ড ও একটি ক্যামেরা। জানা গেছে, ধৃত যুবক উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা। তার সাথে পাকিস্তানি যোগ পাওয়ায় আপাতত ওই মোবাইল, ক্যামেরা ও সিমকার্ডটি নিজেদের কাছে রেখেছে BSF।

প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনার অভিযানের পর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নজরদারি চলছে দিনভর।

ABOUT THE AUTHOR

...view details