পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নাগরিকত্ব বিল : শাহের মুসলিম সুরক্ষার দাবি ঘিরে তপ্ত রাজ্যসভা, বিরোধিতায় বিরোধীরা

মুসলিমদের বিরুদ্ধে নয় নাগরিকত্ব সংশোধনী বিল ৷ দেশের মুসলিমরা সুরক্ষিত আছেন, থাকবেন ৷ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

By

Published : Dec 11, 2019, 1:41 PM IST

Updated : Dec 11, 2019, 2:53 PM IST

অমিত শাহ
অমিত শাহ

দিল্লি, 11 ডিসেম্বর : আজ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সঙ্গে জানালেন, দেশের মুসলিমদের ভয় পাওয়ার কোনও কারণ নেই ৷ "তাঁরা দেশের নাগরিক রয়েছেন এবং থাকবেন," দাবি অমিতের ৷

অমিত শাহ বলেন, "মুসলিমদের বিরুদ্ধে এই বিল বলে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে ৷ আমি বলছি, এরকম কিছু নেই ৷ এই বিল শুধুমাত্র প্রতিবেশী দেশগুলির সংখ্যালঘু সম্প্রদায়গুলির জন্য ৷ এর সঙ্গে ভারতের মুসলিমদের কোনও সম্পর্ক নেই ৷ ভারতীয় মুসলিমরা সুরক্ষিত এবং সুরক্ষিতই থাকবেন ৷ ভারতীয় মুসলিমদের কাছে আমার আবেদন, দয়া করে এই ভুল তথ্যগুলো বিশ্বাস করবেন না ৷ ভুল পথে চালিত হবেন না ৷ ভয় পাবেন না ৷"

নাগরিকত্ব সংশোধনী বিল, 2019-এ বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে ৷ 2014-র 31 ডিসেম্বরের আগে যাঁরা ভারতে এসেছেন তাঁরাই ভারতের নাগরিকত্ব পাবেন ৷ সোমবার বহু বিতর্কের পর লোকসভায় বিলটি পাশ হয় ৷

রাজ্যসভায় বিরোধীদের কাছে এই বিল নিয়ে প্রশ্ন রাখেন অমিত শাহ ৷ বলেন, "অনেকে বলছেন, প্রতিবেশী দেশের যে কোনও মানুষকে ভারতের নাগরিকত্ব দিতে হবে ৷ এই তিন প্রতিবেশী দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৷ সুতরাং তারা অন্যান্য সম্প্রদায়ের মতো ধর্মীয় নির্যাতনের মুখোমুখি হয় না ৷ অনেকে বলছেন, আমাদের উচিত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের মুসলিমদেরও ভারতের নাগরিকত্ব দিতে হবে ৷ বিশ্বের সব মুসলিমদের কি আমাদের নাগরিক বানানো উচিত?"

অমিত শাহর বিল পেশের পর কংগ্রেস সাংসদ আনন্দ শর্মা তার বিরোধিতা করেন ৷ তাঁর কটাক্ষ, "আমাদের ধর্মে আমরা পুনর্জন্মে বিশ্বাস করি ও এর মাধ্যমে আমরা প্রবীণদের সঙ্গে দেখা করি ৷ সুতরাং, যদি সরদার প্যাটেল মোদি জি'র সঙ্গে দেখা করেন, তবে তিনি তাঁর উপর খুব রেগে যাবেন ৷ গান্ধিজি নিশ্চয়ই দুঃখ পাবেন ৷ কিন্তু, প্যাটেল খুব রাগ করবেন ৷"

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করছে তৃণমূলও ৷ তৃণমূলের সাংসদ ডেরেক ও'ব্রায়েন বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে ৷ আসলে এটা জাতির জনকের সমাধিতে লেখা হবে ৷ কিন্তু, কোন জাতির জনক? করাচিতে, জিন্নাহর সমাধি ৷"

Last Updated : Dec 11, 2019, 2:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details