দিল্লি, ৩ মার্চ : কালাশনিকভ সিরিজের রাইফেলের আধুনিকতম সংস্করণ AK-২০৩। অত্যাধুনিক এই রাইফেল থেকে মিনিটে বের হয় ৬০০ রাউন্ড গুলি। অর্থাৎ প্রতি সেকেন্ডে গড়ে ১০টি গুলি। এবার সেই রাইফেল তৈরি হবে ভারতের মাটিতে। তুলে দেওয়া হবে ভারতীয় সেনা জওয়ানদের হাতে। আজ আমেথিতে এই রাইফেল তৈরির প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, "ইয়ে মোদি হ্যায়। অব মেড ইন আমেথি AK-২০৩ রাইফেল হোগি।"
আমেথিতে আজ বেশকিছু প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। AK-২০৩ রাইফেল তৈরির প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, "কিছু লোক ভাষণ দেন, মেড ইন উজ্জইন, মেড ইন জয়পুর, মেড ইন জয়সলমের। কিন্তু, সেগুলি ভাষণই রয়ে যায়। আর এটা মোদি, এবার মেড ইন আমেথি AK-২০৩ রাইফেল হবে।"
কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, "কিছু লোকের অভ্যাস ভোটের পর প্রতিশ্রুতি ভুলে যাওয়া। ওরা গরিবি সমস্যাটি জিইয়ে রাখতে চায়। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে ওরা বলে আসছে গরিবি হটাও।"