দিল্লি, 23 জুন : দিল্লির উদ্দেশে ওড়ার আগে সিডনির একটি দোকানে চুরির অভিযোগ উঠল এয়ার ইন্ডিয়ার এক ক্যাপ্টেনের বিরুদ্ধে । গতকাল এয়ার ইন্ডিয়ার AI ৩০১ নম্বর বিমানের অন্যতম কমান্ডার হিসাবে অভিযুক্ত ওই পাইলটের সিডনি থেকে দিল্লি আসার কথা ছিল । কিন্তু ওই অভিযোগের জেরে তাঁকে সাসপেন্ড করল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ । কলকাতায় এয়ার ইন্ডিয়ার রিজিওনাল সিকিউরিটি হেডকে ID কার্ড জমা দিতে অভিযুক্ত পাইলটকে নির্দেশ দেওয়া হয়েছে ।
তবে অভিযুক্তর দাবি, "বিমানে চড়ার আগে দাদু হওয়ার খবরটা পেয়ে আত্মহারা হয়ে গিয়েছিলাম । পুত্রবধূর জন্য কিছু উপহার কিনতে গিয়েছিলাম । তাঁর জন্যই কিছু নিয়েছিলাম । কিন্তু দেরি হয়ে যাচ্ছে দেখে ভুলবশত টাকা না-দিয়েই বিমানের দিকে ছুটি । পরে যখন মাথায় আসে, তখন আমি উড়ানে । আর ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে । তাই দোকান মালিককে কিছু বলার আগেই আমি বিমান ছেড়ে দিতে বাধ্য হই ।"