পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সিডনির দোকানে "চুরি"-র অভিযোগে সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার ক্যাপ্টেন

সিডনির একটি দোকানে চুরির অভিযোগ উঠল এয়ার ইন্ডিয়ার এক ক্যাপ্টেনের বিরুদ্ধে । ওই অভিযোগের জেরে তাঁকে সাসপেন্ড করল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ।

এয়ার ইন্ডিয়া

By

Published : Jun 23, 2019, 10:11 PM IST

দিল্লি, 23 জুন : দিল্লির উদ্দেশে ওড়ার আগে সিডনির একটি দোকানে চুরির অভিযোগ উঠল এয়ার ইন্ডিয়ার এক ক্যাপ্টেনের বিরুদ্ধে । গতকাল এয়ার ইন্ডিয়ার AI ৩০১ নম্বর বিমানের অন্যতম কমান্ডার হিসাবে অভিযুক্ত ওই পাইলটের সিডনি থেকে দিল্লি আসার কথা ছিল । কিন্তু ওই অভিযোগের জেরে তাঁকে সাসপেন্ড করল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ । কলকাতায় এয়ার ইন্ডিয়ার রিজিওনাল সিকিউরিটি হেডকে ID কার্ড জমা দিতে অভিযুক্ত পাইলটকে নির্দেশ দেওয়া হয়েছে ।

তবে অভিযুক্তর দাবি, "বিমানে চড়ার আগে দাদু হওয়ার খবরটা পেয়ে আত্মহারা হয়ে গিয়েছিলাম । পুত্রবধূর জন্য কিছু উপহার কিনতে গিয়েছিলাম । তাঁর জন্যই কিছু নিয়েছিলাম । কিন্তু দেরি হয়ে যাচ্ছে দেখে ভুলবশত টাকা না-দিয়েই বিমানের দিকে ছুটি । পরে যখন মাথায় আসে, তখন আমি উড়ানে । আর ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে । তাই দোকান মালিককে কিছু বলার আগেই আমি বিমান ছেড়ে দিতে বাধ্য হই ।"

আজ সংস্থার এক আধিকারিক বিষয়টি নিশ্চিত করেছেন ।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, "প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সিডনি থেকে দিল্লিগামী বিমানের অন্যতম পাইলট বিমানবন্দরের একটি ডিউটি ফ্রি শপ থেকে একটি ওয়ালেট তুলে নিয়েছিলেন । বিষয়টি নিয়ে এয়ার ইন্ডিয়া তদন্ত শুরু করেছে । অভিযুক্ত পাইলটকে সাসপেন্ড করা হয়েছে ।"

বিমান সংস্থাটির পক্ষ থেকে জারি করা সাসপেনশন অর্ডারে লেখা, "অস্ট্রেলেশিয়া বিভাগের রিজিওনাল ম্যানেজার জানিয়েছেন, 22 জুন সিডনি থেকে দিল্লিগামী বিমান ছাড়ার কিছুক্ষণ আগে আপনি বিমানবন্দরের একটি ডিউটি ফ্রি শপ থেকে দাম না মিটিয়ে জিনিস তুলে নিয়েছেন । এই বিষয়টির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি সাসপেনশনের আওতায় থাকবেন ।"

ABOUT THE AUTHOR

...view details