পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

10 দিন তিহার জেলে ছিলেন নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জি - নোবেল জয়ী

1983 সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়েছিলেন অভিজিৎ ব্যানার্জি ৷ উপাচার্যকে হত্যার চেষ্টার অভিযোগ এনে অভিজিৎবাবু ও তাঁর সঙ্গীদের 10 দিন তিহার জেলে আটকে রাখা হয় ৷

অভিজিৎ ব্যানার্জি

By

Published : Oct 15, 2019, 9:49 AM IST


দিল্লি , 15 অক্টোবর : 1983 সালে 10 দিন জেলে ছিলেন 2019 সালে অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জি ৷ সেই সময় তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ৷ 1983 সালে ছাত্র বিক্ষোভে সামিল হয়েছিলেন ৷

1983 সালে ছাত্র সংসদের সভাপতিকে বহিষ্কারের প্রতিবাদে তাঁরা তৎকালীন উপাচার্যকে ঘেরাও করেছিলেন ৷ ঘেরাও হটাতে ডাকা হয় পুলিশ ৷ ছাত্র-ছাত্রীদের মেরে ঘেরাও সরানো হয় ৷ গ্রেপ্তার করা হয় তাঁদের ৷

2016 সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের "দেশদ্রোহী" বিতর্ক সারা দেশে আলোড়ন তুলেছিল ৷ সেই সময় অভিজিৎ ব্যানার্জির একটি প্রবন্ধ একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত হয় ৷ সেখানে তিনি 10 দিন তিহার জেলে থাকার অভিজ্ঞতা তুলে ধরেছিলেন ৷ তিনি বলেছিলেন , "আমাদের মারধর করা হয় এবং তিহার জেলে আটকে রাখা হয় ৷ আমাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ না উঠলেও পুলিশ খুনের চেষ্টা সহ আরও সব ধারা দিয়েছিল ৷ 10 দিন তিহার জেলে আটকে রাখার পর পুলিশ এই ধারাগুলো তুলে নেয় ৷"

বিশ্ববরেণ্য অর্থনীতিক আরও বলেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পুলিশি পদক্ষেপের পিছনে ছিল তৎকালীন কংগ্রেস শাসিত কেন্দ্রীয় সরকারের মদত ৷ অভিজিৎবাবু বলেছেন , সেই সময় ছাত্র সংসদের সভাপতি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভরতি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল ৷ কর্তৃপক্ষ ভরতি প্রক্রিয়ায় এমন নিয়ম নিয়ে আসে যাতে গ্রামীণ অঞ্চল থেকে আসা পড়ুয়ারা সমস্যার মুখে পড়েছিল ৷ এই কারণে তাঁকে সরিয়ে দেওয়া হয় ৷ এই কারণে তাঁরা উপাচার্যের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন ৷

2016 সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার সহ বেশ কিছু ছাত্র নেতার গ্রেপ্তারের ঘটনায় অভিজিৎ এই প্রবন্ধে বলেন , "এই ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা ৷ তারা আমাদের বলছে, আমরাই বস ৷ তোমরা চুপ করে সংযত থাকো ৷"

1983 ও 2016 সালের ঘটনার তুলনা টেনে প্রেসিডেন্সি কলেজ ও হাভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অভিজিৎ ব্যানার্জি বলেন , "দুটো ঘটনাতে সরকারের আচরণ বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন মতের ধারাকে ঐতিহ্যগতভাবে যে নিরাপদ স্থান দিয়ে আসছে তা বিপন্ন করে তুলেছে ৷ "


2019 সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন অভিজিৎ ব্যানার্জি ও তাঁর স্ত্রী এস্থার ডুফলো ৷ বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণে পরীক্ষা মূলক পন্থা নিয়ে কাজের জন্যই তাঁদের এই সম্মান দেওয়া হয়েছে ৷ অভিজিৎ ব্যানার্জি ও এস্থার ডুফলোর সঙ্গে মাইকেল ক্রেমারও অর্থনীতিতে নোবেল পেয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details