পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে দৈনিক সংক্রমণ ফের 50 হাজার ছাড়াল

ফের বাড়ল দৈনিক কোরোনা সংক্রমণ । সুস্থ হয়ে উঠেছে 55 হাজার 331 জন ।

active coronavirus cases in India increased again
দেশে ফের কোরোনায় দৈনিক সংক্রমণে বৃদ্ধি

By

Published : Nov 5, 2020, 10:30 AM IST

দিল্লি, 5 নভেম্বর : দেশে ফের দৈনিক সংক্রমণ 50 হাজার পার করল । এর জেরে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 84 লাখ ছুঁই ছুঁই ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 50 হাজার 209 । মোট আক্রান্তের সংখ্যা 83 লাখ 64 হাজার 086 । গতকাল কোরোনায় আক্রান্ত হয়েছিল 46 হাজার 254 জন । তবে দৈনিক সুস্থতার হার ছাপিয়ে গিয়েছে সংক্রমণকে । 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 55 হাজার 331 জন । এখনও পর্যন্ত মোট 77 লাখ 11 হাজার 809 জন সুস্থ হয়ে উঠেছে ।

24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 704 জন কোরোনা আক্রান্তের । মোট মৃতের সংখ্যা 1 লাখ 24 হাজার 315 । তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা সাড়ে 5 লাখেরও নিচে । আজ দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 5 লাখ 27 হাজার 962 । সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্তের সংখ্যা 16 লাখ 92 হাজার 693 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 16 হাজার 543 ।

দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক । মোট কোরোনা আক্রান্ত 8 লাখ 32 হাজার 537 । সক্রিয় আক্রান্ত 35 হাজার 712 । সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 33 হাজার 208 । সক্রিয় আক্রান্ত 21 হাজার 438 । 4 নভেম্বর পর্যন্ত 11 কোটি 42 লাখ 8 হাজার 384 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । 24 ঘণ্টায় মোট 12 লাখ 9 হাজার 425 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

ABOUT THE AUTHOR

...view details