পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গর্ভপাতের ঊর্ধ্বসীমা বাড়ানোয় সায় মন্ত্রিসভার - গর্ভপাত

20 সপ্তাহ থেকে বাড়িয়ে গর্ভপাতের নতুন ঊর্ধ্বসীমা 24 সপ্তাহ ৷ এই মর্মে নতুন বিল পেশ হতে চলেছে বাজেট অধিবেশনে ৷

abortion to be allowed at 24 weeks
ছবিটি প্রতীকী

By

Published : Jan 29, 2020, 5:05 PM IST

দিল্লি, 29 জানুয়ারি : গর্ভাবস্থার 24 সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করায় সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ মন্ত্রিসভার তরফে এই নতুন বিল পেশ হওয়ার কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ৷ আগে গর্ভপাতের এই ঊর্ধ্বসীমা ছিল 20 সপ্তাহ পর্যন্ত ৷ প্রজনন সংক্রান্ত বিষয়ে নারীদের অধিকারকে মর্যাদা দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে ৷

চার মাস আগেই 20 সপ্তাহের সময়সীমাকে আরও বাড়ানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল ৷ আজ প্রকাশ জাওড়েকর জানান, "প্রথম পাঁচ মাসে মহিলাদের অনেকেই এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না ৷ ফলে তাঁদের অনেককেই আদালত পর্যন্ত যেতে হয় ৷ এরকম একাধিক ঘটনা নথিভুক্ত হয়েছে ৷" পাশাপাশি শিশুর জন্মদান সংক্রান্ত বিষয়ে নারীদের অধিকারকে মর্যাদা দিতে এই বিল পেশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলেই মনে করছেন প্রকাশ জাওড়েকর ৷

গত বছরের সেপ্টেম্বরেই গর্ভপাতের অন্তিম সীমা 20 সপ্তাহ থেকে আরও বাড়ানোর জন্য আদালতে একটি আবেদন জমা পড়েছিল ৷ এরপর আজ মন্ত্রিসভার তরফে এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নারী অধিকার কর্মীদের একাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details