পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ঠাকরে পরিবারে প্রথম, বিধানসভা নির্বাচনে লড়ছেন আদিত্য

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে জানিয়েছেন, তাঁর পুত্র আদিত্য ঠাকরে মুম্বইয়ের ওরলি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।

আদিত্য ঠাকরে

By

Published : Sep 30, 2019, 10:30 PM IST

মুম্বই, 30 সেপ্টেম্বর : ঠাকরে পরিবার থেকে এই প্রথম ভোটে দাঁড়িয়ে ইতিহাস গড়তে চলেছেন আদিত্য ঠাকরে । শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে জানিয়েছেন, তাঁর পুত্র মুম্বইয়ের ওরলি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন । এর আগে ঠাকরে পরিবারের কেউ কোনওদিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি । এই প্রথম পরিবার থেকে আদিত্য নির্বাচনে অংশ নিতে চলেছেন । ওরলি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন আদিত্য ।

ওরলি কেন্দ্রটি শিবসেনার জন্য অত্যন্ত সুরক্ষিত কেন্দ্র । যার ফলে এই কেন্দ্রটিকেই আদিত্যর জন্য বেছে নেওয়া হয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের । এর আগে এখান থেকে শিবসেনার সুনীল শিন্ডে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক হয়েছিলেন । অন্যদিকে এখানকার প্রাক্তন NCP নেতা সচিন আহির শিবসেনায় যোগ দেওয়ায় আদিত্যর জয় আরও সহজ হল বলেই মনে করা হচ্ছে ।

1966 সালে শিবসেনা তৈরি করেন বাল ঠাকরে । সেই থেকে এতদিন পর্যন্ত পরিবারের কোনও সদস্য নির্বাচনে অংশ নেননি । কোনও সাংবিধানিক পদে কাজ করতে দেখা যায়নি ঠাকরে পরিবারের কাউকে । আদিত্য জিতলে তিনি প্রথম সদস্য হবেন যিনি ঠাকরে পরিবার থেকে কোনও সাংবিধানিক পদের দায়িত্ব সামলাবেন । এর আগে 2014 সালে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেছিলেন । তবে পরে তিনি তাঁর মত বদলে ফেলেন । এবং ভোটে দাঁড়াননি । ফলে আদিত্যই পরিবারের হয়ে প্রথম ব্যক্তি যিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন ।

ABOUT THE AUTHOR

...view details