শেখপুরা, 29 অক্টোবর : বিহারের শেখপুরে গণধর্ষণের শিকার সন্ন্যাসিনী । 'মা অসুস্থ' এই বলে ডেকে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । ঘটনায় জড়িত তাঁরই পরিচিতরা । এদের মধ্যে কেউ আশ্রমের, কেউ তাঁর প্রতিবেশী ৷ ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক । তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।
সন্ন্যাসিনীকে গণধর্ষণ বিহারে - বিহারের শেখপুরে গণধর্ষণ
বিহারের ফুলচোর জেলার কাছে সন্ন্যাসিনীকে গণধর্ষণ । 'মা অসুস্থ' এই বলে ডেকে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ।
বাড়ি উত্তরপ্রদেশের বাস্তি জেলায় । থাকতেন বিহারের নওয়াদা জেলার ককোলাট এলাকার একটি আশ্রমে । রবিবার রাতে উত্তরপ্রদেশ থেকে তাঁরই গ্রামের দু'জন আশ্রমে পৌঁছে জানায়, তাঁর মা গুরুতর অসুস্থ । খবরটি শুনেই তিনি আশ্রমের দুই সদস্যের সঙ্গে উত্তরপ্রদেশে উদ্দেশে রওনা দেন । গাড়ির চালকের আসনে সে সময় ছিলেন অভিযুক্ত দু'জনের মধ্যে একজন । সুযোগ বুঝে বিহারের ফুলচোর জেলার কাছে গাড়ি থামিয়ে ধর্ষণ করা হয় তাঁকে। পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের পর তাঁকে সেখানে ফেলে পালায় অভিযুক্তরা । পরে তিনি থানায় গিয়ে ওই চারজনের নামে অভিযোগ দায়ের করেন ।
পুরো বিষয়টি উল্লেখ করে মহিলা থানার আধিকারিক জানান, এই ঘটনায় চারজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে । অভিযুক্তদের খুঁজতে তল্লাশি শুরু হয়েছে ।