পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এবার গলায় দড়ি দিয়ে ঝোলানো হল জ্যান্ত বাঁদরকে

গাছের ডালে দড়ি দিয়ে ঝুলিয়ে হত্যা করা হল একটি বাঁদরকে ৷ ভাইরাল সেই ভিডিয়ো ৷ বাঁদরের দলকে ভয় দেখানোর এটাই কি পথ ?

বাঁদরের ফাঁসি
বাঁদরের ফাঁসি

By

Published : Jun 29, 2020, 7:17 PM IST

হায়দরাবাদ, 29 জুন : মাত্র 30 সেকেন্ড ৷ ছটফট করতে করতে বেরিয়ে গেল প্রাণ ৷ কেরালার পর এবার তেলাঙ্গানা ৷ প্রাণীদের উপর মানুষের নৃশংসতার আরও একটি ঘটনা সামনে এল ৷ তেলাঙ্গানার খাম্মার জেলার সাতুপল্লি নামে একটি ছোটো গ্রাম ৷ সেখানেই একটি বাঁদরকে জীবন্ত অবস্থায় দড়ি দিয়ে গাছের ডালে ঝুলিয়ে হত্যা করা হল। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷

সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ৷ সেখানে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে গাছের ডালে একটি বাঁদরকে জীবন্ত ঝুলিয়ে দেওয়া হচ্ছে ৷ হাতে লাঠি নিয়ে সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জনা তিনেক ৷ বন দপ্তরের আধিকারিকরা ওই তিন ব্যক্তিকে পাকড়াও করে। পরে তাদের গ্রেপ্তার করা হয় ৷ ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে৷ অভিযুক্তদের 25 হাজার টাকা জরিমানা করেছে তেলাঙ্গানা বন দপ্তর ৷

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের আম বাগান তছনছ করছিল বাঁদরের একটি দল ৷ একটি বাঁদর দলছাড়া হয়ে পড়ে ৷ বাগানের পাশেই একটি কৃষকের বাড়ির পানীয় জলের চৌবাচ্চায় পড়ে যায় ৷ তখনই ওই বাঁদরটিকে ধরে ফেলে অভিযুক্তরা ৷ তারপর বাঁদরটিকে লাঠি দিয়ে মারা হয় ৷ সেইসময় বাঁদরের দলটিকে ভয় দেখাতে গলায় দড়ি পড়িয়ে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয় বাঁদরটিকে ৷ আপ্রাণ চেষ্ঠা করেও গলা থেকে সেই দড়ি খুলতে না পেরে মারা যায় বাঁদরটি ৷

ভাইরাস সেই ভিডিয়ো

এই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর সাতুপল্লির বন বিভাগের আধিকারিকরা তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ৷ তাদের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, জেরায় বাঁদর হত্যার কথা স্বীকার করে নিয়েছে অন্যতম অভিযুক্ত ভেঙ্কটেশ্বর রাও ৷

ABOUT THE AUTHOR

...view details