রামগড় (ঝাড়খণ্ড) , 25 সেপ্টেম্বর : ফার্নেস তেল ফ্যাক্টরিতে আগুন । ঝাড়খণ্ডের রামগড় জেলার পত্রাতু শিল্পাঞ্চল এলাকার ঘটনা । প্রত্যক্ষদর্শীদের দাবি, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে । ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । যদিও ঘটনায় কেউ আহত বা নিহত হননি । জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ।
রামগড়ের ফার্নেস তেল ফ্যাক্টরিতে আগুন - রামগড়
খবর দেওয়া হয় দমকল বাহিনীকে । খবর দেওয়া হয় পুলিশ স্টেশনেও । বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
Fire at oil factory
খবর দেওয়া হয় দমকল বাহিনীকে । খবর দেওয়া হয় পুলিশ স্টেশনেও । বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । ঘটনায় হতাহতের কোনও খবর না মিললেও অনেক টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে । অপরদিকে, আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে চারিদিক ধোঁয়ায় ঢেকে যায় । জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে । যদিও বেশ কিছুক্ষণ পরই পরিস্থিতি স্বাভাবিক হয় ।