দিল্লি, 21 অগাস্ট : প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বিশেষজ্ঞরা বলছেন, পি চিদম্বরমের গ্রেপ্তারি শুধু সময়ের অপেক্ষা ।
এর আগে আজ সকালে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেন চিদম্বরমের আইনজীবীরা । যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রমান্না চিদম্বরমের জামিনের আবেদন সংক্রান্ত ফাইল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের দরবারে পাঠিয়ে দেন । কিন্তু, সেখানেও সমস্যা দেখা যায় । কারণ, তাঁর আইনজীবী কপিল সিব্বল এই আবেদনকে 'জরুরি ভিত্তিক' বলে উল্লেখ করেননি । বর্তমানে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চে প্রতিদিন অযোধ্যা মামলার শুনানি চলছে । তাই, সবার প্রথমে চিদম্বরমের মামলা শোনা সম্ভব নয় ।
গতকালই INX মিডিয়া মামলায় চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করেছে দিল্লি হাইকোর্ট । এরপর সন্ধ্যায় চিদম্বরমের বাড়ি যান CBI আধিকারিকরা । কিন্তু, তাঁর খোঁজ মেলেনি । তার কয়েক ঘণ্টা পরই তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করার জন্য পি চিদম্বরমকে নোটিশ দিল CBI । নোটিশ পাওয়ার দু'ঘণ্টার মধ্যেই CBI-র ডেপুটি SP আর পার্থসারথির সঙ্গে দেখা করতে বলা হয়েছে তাঁকে । সূত্রে খবর, নোটিশটি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে মেইল করেও পাঠানো হয়েছে ।