পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লুকআউট নোটিশ ED-র, চিদম্বরমের গ্রেপ্তারি সময়ের অপেক্ষা ? - CBI team arrives at the residence of P Chidambaram

সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (SLP) দাখিল করলেন চিদম্বরমের আইনজীবীরা । এদিকে, আজ সকালে তাঁর সমর্থনে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা গান্ধি ।

পি চিদম্বরম

By

Published : Aug 21, 2019, 8:43 AM IST

Updated : Aug 21, 2019, 11:34 AM IST

দিল্লি, 21 অগাস্ট : প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বিশেষজ্ঞরা বলছেন, পি চিদম্বরমের গ্রেপ্তারি শুধু সময়ের অপেক্ষা ।

এর আগে আজ সকালে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেন চিদম্বরমের আইনজীবীরা । যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রমান্না চিদম্বরমের জামিনের আবেদন সংক্রান্ত ফাইল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের দরবারে পাঠিয়ে দেন । কিন্তু, সেখানেও সমস্যা দেখা যায় । কারণ, তাঁর আইনজীবী কপিল সিব্বল এই আবেদনকে 'জরুরি ভিত্তিক' বলে উল্লেখ করেননি । বর্তমানে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চে প্রতিদিন অযোধ্যা মামলার শুনানি চলছে । তাই, সবার প্রথমে চিদম্বরমের মামলা শোনা সম্ভব নয় ।


গতকালই INX মিডিয়া মামলায় চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করেছে দিল্লি হাইকোর্ট । এরপর সন্ধ্যায় চিদম্বরমের বাড়ি যান CBI আধিকারিকরা । কিন্তু, তাঁর খোঁজ মেলেনি । তার কয়েক ঘণ্টা পরই তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করার জন্য পি চিদম্বরমকে নোটিশ দিল CBI । নোটিশ পাওয়ার দু'ঘণ্টার মধ্যেই CBI-র ডেপুটি SP আর পার্থসারথির সঙ্গে দেখা করতে বলা হয়েছে তাঁকে । সূত্রে খবর, নোটিশটি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে মেইল করেও পাঠানো হয়েছে ।

পি চিদম্বরমকে পাঠানো নোটিশের উত্তরে তাঁর আইনজীবী আর্শদীপ সিং খুরানা CBI-কে লেখেন, "আমার মক্কেলকে কোন আইনে দু'ঘণ্টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে তা উল্লেখ করা হয়নি নোটিশে ।" পাশাপাশি তিনি CBI-কে জানান, INX মামলায় আগাম জামিনের জন্য 20 অগাস্ট পি চিদম্বরম সুপ্রিম কোর্টে আবেদন করেছেন । যেখানে তাঁকে বুধবার সকাল 10 টা 30 মিনিটের আগে একটি স্পেশাল লিভ পিটিশান করতে বলা হয়েছে । তাই সুপ্রিম কোর্টের শুনানি পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি ।

আজ সকালে ফের একবার পি চিদম্বরমের বাড়িতে যায় CBI । চিদম্বরমের খোঁজ না পেয়ে কিছুক্ষণ পর তাঁরা ফিরে আসেন ।

আরও পড়ুন: "2 ঘণ্টার মধ্যে হাজির হন", চিদম্বরমকে নোটিশ CBI-র

এদিকে, আজ চিদম্বরমের সমর্থনে মুখ খোলেন প্রিয়াঙ্কা গান্ধি । টুইট করেন, 'এতদিন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়বদ্ধতার সঙ্গে দেশসেবা করেছেন চিদম্বরম জি । বর্তমান সরকারের ব্যর্থতার দিকগুলো তুলে ধরেছেন । কিন্তু, এই সত্য হজম করার ক্ষমতা ভীরুদের নেই । তাই, তাঁকে ঘৃণ্যভাবে ধরার চেষ্টা চলছে ।' এরপর আরও একটি টুইটে তিনি লেখেন, 'উনি সত্যের জন্য যুদ্ধ করছেন । যাই হোক না কেন । আমরা তাঁর পাশে আছি ।'

Last Updated : Aug 21, 2019, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details