দিল্লি , 10 সেপ্টেম্বর : আবারও রেকর্ড সংক্রমণ দেশে ৷ 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে 95 হাজারের বেশি ৷ যা একদিনের নিরিখে সর্বোচ্চ ৷ সব মিলিয়ে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 44 লাখ ৷
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী , 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে 95 হাজার 735 জন ৷ এই নিয়ে দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 44 লাখ 65 হাজার 864 ৷ মঙ্গলবারের তুলনায় বেড়েছে মৃতের সংখ্যা ৷ 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1 হাজার 172 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 1 হাজার 115 ৷ এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 75 হাজার 62 জন ৷ বেড়েছে সুস্থতার হারও ৷ এনিয়ে দেশে মোট সুস্থ হয়েছে 34 লাখ 71 হাজার 784 জন ৷ বর্তমানে দেশে সুস্থতার হার 77.7 শতাংশ । পাশাপাশি, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 9 লাখ 19 হাজার 18 জন ৷