পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভের জের, উত্তরপ্রদেশে মৃত বেড়ে 16

নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তরপ্রদেশের 13টি জেলায় পথে নেমেছে বিক্ষোভকারীরা । এপর্যন্ত মোট 16 জনের মৃত্যু হয়েছে । বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে জখম প্রায় 263 জন পুলিশকর্মী ।

uttarpradesh
ছবি

By

Published : Dec 21, 2019, 10:55 AM IST

Updated : Dec 22, 2019, 12:41 PM IST

লখনউ, 20 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ উত্তরপ্রদেশ । গতকাল বিজনউর,সম্বল, ফিরোজ়াদাবাদ, মেরঠ, কানপুরে মোট ছ'জনের মৃত্যু হয়েছিল। আজ সকালে আরও কয়েক জনের মৃত্যু হয় । এদের মধ্যে একজন বারাণসীর বাসিন্দা । আশঙ্কাজনক অবস্থায় আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন । বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে জখম প্রায় 263 জন পুলিশকর্মী । আজ সমস্ত স্কুল-কলেজও বন্ধ রয়েছে । 10 তারিখ থেকে আজ পর্যন্ত উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে 16 জনের ।

  • রামপুরে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ । বিক্ষুব্ধ জনতা দুটি গাড়ি ও দুটি মোটরবাইক জ্বালিয়ে দেয়। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে । জখম দু'জন ।
  • সীতাপুরে 400 জনের বিরুদ্ধে অবিযোগ দায়ের । 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
  • লখনউয়ে 19 ডিসেম্বরের ঘটনায় এখনও পর্যন্ত 200 জনকে গ্রেপ্তার করা হয়েছে । 3,500 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ।
  • উত্তরপ্রদেশের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে রিপোর্ট তলব রাজ্যপাল আনন্দীবেন পটেল ।
  • গাজিয়াবাদে 3600 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । এদের মধ্যে 400 জনের নাম জানা গেছে । 65 জনকে আটক করা হয়েছে।
  • জৌনপুরে 125 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ।
  • ভাদোহিতে 200 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । এদের মধ্যে 27 জনের নাম জানা গেছে ।
  • বাহারিচে 38 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
  • প্রয়াগরাজে 150 জনকে আটক করেছে পুলিশ । প্রায় 100 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । 144 ধারা অবমাননার দায়ে আরও 10,000 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ।
  • গাজিয়াবাদ, লখনউ, বিজনোর, মেরঠ, ফিরোজ়াবাদ, কানপুর ,সম্ভল, মোরাদাবাদ, বুলন্দশহর সহ 11টি শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ ।
    CAA-র প্রতিবাদে উত্তপ্ত উত্তরপ্রদেশ

নাগরিকত্ব আইনের প্রতিবাদে গতকাল উত্তরপ্রদেশের 13টি জেলায় পথে নামে বিক্ষোভকারীরা । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে । ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেলও । এদিকে, পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা, অভিযোগ এমনই । বুলন্দশহরে গাড়িতে আগুন লাগায় বিক্ষোভকারীরা । একাংশের অভিযোগ, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে বিক্ষোভকারীদের । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ । উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনেরাল (DG) জানান, পুলিশের তরফে একটা গুলিও চলেনি । তিনি বলেন ,"আমরা একটাও গুলি চালাইনি । যদি কোনও গুলি চলে থাকে তবে তা বিক্ষোভকারীদের দিক থেকেই চলেছে ।"

সাহারানপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ যে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ সহ গোটা দেশে যে চরম বিক্ষোভ চলছে তার বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তিনি বলেন , "যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের চিহ্নিত করা হবে ও তাদের সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণের চেষ্টা করবে সরকার ৷ প্রতিবাদের নামে যারা ভাঙচুর করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাদের ছেড়ে কথা বলা হবে না ৷ কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বামেরা হিংসা ছড়িয়েছে ।"

Last Updated : Dec 22, 2019, 12:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details