লখনউ, 20 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ উত্তরপ্রদেশ । গতকাল বিজনউর,সম্বল, ফিরোজ়াদাবাদ, মেরঠ, কানপুরে মোট ছ'জনের মৃত্যু হয়েছিল। আজ সকালে আরও কয়েক জনের মৃত্যু হয় । এদের মধ্যে একজন বারাণসীর বাসিন্দা । আশঙ্কাজনক অবস্থায় আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন । বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে জখম প্রায় 263 জন পুলিশকর্মী । আজ সমস্ত স্কুল-কলেজও বন্ধ রয়েছে । 10 তারিখ থেকে আজ পর্যন্ত উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে 16 জনের ।
- রামপুরে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ । বিক্ষুব্ধ জনতা দুটি গাড়ি ও দুটি মোটরবাইক জ্বালিয়ে দেয়। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে । জখম দু'জন ।
- সীতাপুরে 400 জনের বিরুদ্ধে অবিযোগ দায়ের । 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
- লখনউয়ে 19 ডিসেম্বরের ঘটনায় এখনও পর্যন্ত 200 জনকে গ্রেপ্তার করা হয়েছে । 3,500 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ।
- উত্তরপ্রদেশের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে রিপোর্ট তলব রাজ্যপাল আনন্দীবেন পটেল ।
- গাজিয়াবাদে 3600 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । এদের মধ্যে 400 জনের নাম জানা গেছে । 65 জনকে আটক করা হয়েছে।
- জৌনপুরে 125 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ।
- ভাদোহিতে 200 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । এদের মধ্যে 27 জনের নাম জানা গেছে ।
- বাহারিচে 38 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
- প্রয়াগরাজে 150 জনকে আটক করেছে পুলিশ । প্রায় 100 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । 144 ধারা অবমাননার দায়ে আরও 10,000 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ।
- গাজিয়াবাদ, লখনউ, বিজনোর, মেরঠ, ফিরোজ়াবাদ, কানপুর ,সম্ভল, মোরাদাবাদ, বুলন্দশহর সহ 11টি শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ ।